Advertisement
২৫ এপ্রিল ২০২৪
Vijay Mallya

‘মাল্যের প্রত্যর্পণের সময়সীমা বাঁধা যাবে না’

মাল্য কি ব্রিটেনেই ফের আশ্রয় চেয়েছেন? ফিলিপ জানান, এই বিষয়ে কোনও মন্তব্য করতে চান না।

বিজয় মাল্য

বিজয় মাল্য

সংবাদ সংস্থা
লন্ডন শেষ আপডেট: ২৪ জুলাই ২০২০ ০২:৫১
Share: Save:

আর্থিক নয়ছয় ও প্রতারণায় অভিযুক্ত ব্যবসায়ী বিজয় মাল্যকে ভারতে প্রত্যর্পণের কোনও নির্দিষ্ট সময়সীমা বেঁধে দেওয়া সম্ভব নয় বলে জানাল ব্রিটেন। আজ এক সাংবাদিক বৈঠকে ব্রিটিশ হাইকমিশনার স্যার ফিলিপ বার্টন জানিয়েছেন, দু’দেশের আইনের ফাঁক গলে কোনও অপরাধী যাতে বেরিয়ে যেতে না-পারে, সেই জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

মাল্য কি ব্রিটেনেই ফের আশ্রয় চেয়েছেন? ফিলিপ জানান, এই বিষয়ে কোনও মন্তব্য করতে চান না। তাঁর বক্তব্য, যারা বিচার ব্যবস্থাকে ফাঁকি দিয়ে অন্য দেশে চলে যেতে চায়, তাদের বিষয়ে কী পদক্ষেপ করা হবে, সে নিয়ে ব্রিটিশ সরকার ও ব্রিটিশ আদালত নিজেদের অবস্থান স্পষ্ট করে দিয়েছে।

প্রত্যর্পণ সংক্রান্ত মাল্যের মামলাটি আদালতে বিচারাধীন হওয়ায় এ নিয়ে কোনও মন্তব্য করতে চাননি ব্রিটিশ দূত। পাশাপাশি জানান, প্রত্যর্পণের সময়সীমা নিয়েও কিছু বলা সম্ভব নয়। সঙ্গে তাঁর মন্তব্য, মামলাটি ভারতে কতটা গুরুত্বপূর্ণ, তা-ও তিনি জানেন।

গত মাসেই বরিস জনসন সরকারের কাছে ভারত আর্জি জানিয়েছিল, মাল্যকে সে দেশে যেন আশ্রয় দেওয়া না-হয়।

ব্রিটিশ হাইকমিশনের মুখপাত্র গত মাসে জানিয়েছিলেন, যে কোনও সময়ে ভারতে প্রত্যর্পণ করা হতে পারে মাল্যকে। তবে তার আগে আইনি জটিলতার নিষ্পত্তি প্রয়োজন। তিনি বলেন, ‘‘দেশের আইন অনুযায়ী আইনি ফয়সালা না-হলে প্রত্যর্পণ সম্ভব নয়। বিষয়টি গোপনীয়। তাই এ নিয়ে এখনই কোনও মন্তব্য করা সম্ভব নয়। কত দিনে বিষয়টির নিষ্পত্তি হবে, তা-ও বলা সম্ভব নয়। তবে যত দ্রুত সম্ভব বিষয়টি মেটানো হবে।’’

মে মাসেই ব্রিটেনের সুপ্রিম কোর্টে ভারতে প্রত্যর্পণ সংক্রান্ত মামলায় মাল্যের আর্জি খারিজ হয়েছিল। এর আগে এপ্রিলে হাইকোর্টেও মাল্যের আবেদন খারিজ হয়।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Vijay Mallya Britain India
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE