Advertisement
E-Paper

সভ্যতার সাড়ে সর্বনাশ ঘটিয়েছেন ট্রাম্প, রুখতে হবে এখনই: চমস্কি

‘দ্য নিউইয়র্ক টাইমস’কে দেওয়া এক সাক্ষাৎকারে চমস্কি বলেছেন, ‘‘মানবসভ্যতার অস্তিত্বকে গভীর সংকটের মধ্যে ফেলে দিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প। তাঁর পদক্ষেপগুলিকে শুধু উপহাস করলেই হবে না, সেই পদক্ষেপগুলিকে আন্তরিক ভাবে রোখার চেষ্টা শুরু করে দিতে হবে, এখনই। জরুরি ভিত্তিতে। প্রেসিডেন্ট ট্রাম্প ও রিপাবলিকান পার্টির চালানো মার্কিন প্রশাসনের পদক্ষেপগুলিকে মোকাবিলা করতে হবে, দ্রুত।’’

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৬ জুলাই ২০১৭ ১৯:০০
নোয়াম চমস্কি (বাঁ দিকে) ও প্রেসিডেন্ট ট্রাম্প।- ফাইল চিত্র।

নোয়াম চমস্কি (বাঁ দিকে) ও প্রেসিডেন্ট ট্রাম্প।- ফাইল চিত্র।

মানবসভ্যতার সাড়ে সর্বনাশ ঘটিয়ে ফেলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প!

বিজ্ঞানী স্টিফেন হকিং ও মনস্তত্ত্ববিদ জন জেনারের পর এ বার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে এই ভাবেই কাঠগড়ায় দাঁড় করালেন বিশিষ্ট ভাষাতত্ত্ববিদ ও রাজনৈতিক দার্শনিক নোয়াম চমস্কি।

‘দ্য নিউইয়র্ক টাইমস’কে দেওয়া এক সাক্ষাৎকারে চমস্কি বলেছেন, ‘‘মানবসভ্যতার অস্তিত্বকে গভীর সংকটের মধ্যে ফেলে দিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প। তাঁর পদক্ষেপগুলিকে শুধু উপহাস করলেই হবে না, সেই পদক্ষেপগুলিকে আন্তরিক ভাবে রোখার চেষ্টা শুরু করে দিতে হবে, এখনই। জরুরি ভিত্তিতে। প্রেসিডেন্ট ট্রাম্প ও রিপাবলিকান পার্টির চালানো মার্কিন প্রশাসনের পদক্ষেপগুলিকে মোকাবিলা করতে হবে, দ্রুত।’’

প্রেসিডেন্ট ট্রাম্পের যে পদক্ষেপগুলি উদ্বিগ্ন করে তুলেছে হকিং ও জেনারকে, সেই একই কারণে চমস্কিও মনে করেন প্রেসিডেন্ট ট্রাম্প আদতে ‘মানবসভ্যতার শত্রু’। প্যারিস জলবায়ু চুক্তি ছেড়ে বেরিয়ে আসার যে সিদ্ধান্ত নিয়েছে ট্রাম্প জমানার আমেরিকা, চমস্কির মতে, তা ‘‘আমেরিকাকে গোটা বিশ্বে একঘরে করে দিয়েছে।’’

চমস্কির বাড়তি উদ্বেগের কারণ, পরমাণু অস্ত্র সম্ভার বাড়ানোর ব্যাপারে মার্কিন প্রেসিডেন্টের প্রকাশ্য ইঙ্গিত। সম্প্রতি উত্তর কোরিয়া আন্তর্মহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের (আইসিবিএম) সফল উৎক্ষেপণ করায় মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প বৃহস্পতিবার বলেছেন, ‘‘ওই পরীক্ষার পর আমরা ভয়ঙ্কর রকমের কিছু একটা ভাবছি।’’

আরও পড়ুন- উত্তর কোরিয়া প্রশ্নে দ্বিমত আমেরিকা, চিন

বিশেষজ্ঞদের ধারণা, মার্কিন প্রেসিডেন্ট উত্তর কোরিয়াকে পারমাণবিক যুদ্ধেরই হুমকি দিয়েছেন। চমস্কির মতে, ‘‘এটা মানবসভ্যতার সর্বনাশকে আরও বেশি ত্বরান্বিত করবে। কথাগুলি কড়া কড়া হতে পারে, কিন্তু একটুও বাড়িয়ে বলছি না, জলবায়ু চুক্তি ছেড়ে আমেরিকার বেরিয়ে আসা আর উত্তর কোরিয়াকে পারমাণবিক যুদ্ধের হুমকি মানবসভ্যতার সুস্থ ভাবে টিঁকে থাকার সম্ভাবনাকে আরও বেশি করে নষ্ট করে দিয়েছে।’’

তবে হকিং বা জেনারের মতো শুধুই উদ্বেগ প্রকাশ করে থেমে যাননি রাজনৈতিক দার্শনিক চমস্কি। বলেছেন, ‘‘তড়িঘড়ি এই পদক্ষেপগুলিকে রুখতে হবে। আর তার জন্য আমজনতাকে এগিয়ে আসতে হবে। ওয়াশিংটনের (মার্কিন ক্ষমতাকেন্দ্র) ওপর জোরালো, আরও জোরালো চাপ সৃষ্টি করতে হবে।’’

Noam Chomsky Donald Trump Chomsky on Trump নোয়াম চমস্কি ডোনাল্ড ট্রাম্প
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy