Advertisement
০৯ মে ২০২৪

কিমের সৎভাই-ই খুন, দাবি করলেন ছেলে

বিদেশের মাটিতে উত্তর কোরিয়ার শাসক কিম জং উনের সৎভাই কিম জং নামকে খুন করা হয়েছে— এই দাবিতে সোশ্যাল মিডিয়ায় প্রথমবার মুখ খুললেন নামের ছেলে কিম হান-সুল।

সংবাদ সংস্থা
পিয়ংইয়ং শেষ আপডেট: ০৯ মার্চ ২০১৭ ০৩:৩৭
Share: Save:

বিদেশের মাটিতে উত্তর কোরিয়ার শাসক কিম জং উনের সৎভাই কিম জং নামকে খুন করা হয়েছে— এই দাবিতে সোশ্যাল মিডিয়ায় প্রথমবার মুখ খুললেন নামের ছেলে কিম হান-সুল।

ফেব্রুয়ারিতে মালয়েশিয়ার কুয়ালা লামপুর আন্তর্জাতিক বিমানবন্দরে রহস্যজনক ভাবে মৃত্যু হয়েছিল কিম জং নামের। মালয়েশিয়ার অভিযোগ, নিষিদ্ধ রাসায়নিক ভি এক্স নার্ভ এজেন্টের সাহায্যে নামকে খুন করা হয়। মৃতদেহ শনাক্ত করতে কিম-পরিবারের কাছে ডিএনএ চেয়েছিল মালয়েশিয়া প্রশাসন। কিন্তু তা না মেলায় এখনও মালয়েশিয়ার মর্গেই পড়ে দেহ।

মৃত ব্যক্তি কিম জং নাম কি না তা নিয়ে উত্তর কোরিয়ার প্রশাসন বা নামের পরিবার কোনও বিবৃতি না দেওয়ায় ধোঁয়াশা বাড়ছিল। এ বার সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করলেন কিম জং নামের ছেলে কিম হান-সুল। ইংরেজিতে দাবি করেছেন, ‘‘আমার নাম কিম হান-সুল। উত্তর কোরিয়ার কিম বংশের সন্তান। সম্প্রতি আমার বাবাকে খুন করা হয়েছে।’’ ভিডিওর ওই ব্যক্তি যে নামের ছেলেই— তা নিশ্চিত করেছে দক্ষিণ কোরিয়ার প্রশাসন।

ওই ভিডিওয় দেখা গিয়েছে, ধূসর রঙা একটি দেওয়ালের সামনে বসে বছর কুড়ির হান-সুল। কিম পরিবারের সদস্য হিসেবে পরিচয় দিয়ে নিজের পাসপোর্টও দেখান তিনি। তাঁর দাবি, ‘‘বাবার মৃত্যুর পর মা আর বোনের সঙ্গেই থাকছি’’। তবে তাঁরা কোথায় রয়েছেন, কবেই বা ভিডিওটি তোলা সে সম্পর্কে কোনও তথ্যই পাওয়া যায়নি। সূত্রের খবর, বাবার মতোই মুক্তমনা হান-সুল চিনে বড় হয়েছেন। পড়াশোনাও বিদেশে। উত্তর কোরিয়ার বর্তমান শাসক ও কাকা কিম জং উন বা দাদু প্রয়াত কিম জং ইল— কারও সঙ্গেই তাঁর দেখা হয়নি । তবু আশা, উত্তর কোরিয়ার অবস্থা এক দিন স্বাভাবিক হবেই।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Kim Jong-nam North Korea
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE