Advertisement
২৭ এপ্রিল ২০২৪
North Korea

North Korea Missile: দেড় হাজার কিমি দূরে আঘাত হানতে সক্ষম, নতুন ক্ষেপণাস্ত্র পরীক্ষা করল উত্তর কোরিয়া

গত কয়েক বছরে বিভিন্ন পরমাণু অস্ত্রের প্রদর্শনীর জেরে আমেরিকার সঙ্গে সম্পর্কের অবনতি হয়েছিল কিম জং উন শাসিত উত্তর কোরিয়ার।

উত্তর কোরিয়ার উৎক্ষেপণ করা ক্ষেপণাস্ত্র।

উত্তর কোরিয়ার উৎক্ষেপণ করা ক্ষেপণাস্ত্র। ছবি—রয়টার্স।

সংবাদ সংস্থা
পিয়ংইয়ং শেষ আপডেট: ১৩ সেপ্টেম্বর ২০২১ ০৯:১৯
Share: Save:

ফের দূরপাল্লার ক্রুজ ক্ষেপণাস্ত্র পরীক্ষা করল উত্তর কোরিয়া। সে দেশের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমে সোমবার এ বিষয়ে একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে। সেই প্রতিবেদনে এই ক্ষেপণাস্ত্রকে ‘কৌশলগত অস্ত্র’ বলে অভিহিত করা হয়েছে। জানানো হয়েছে এর গুরুত্বের কথাও। উত্তর কোরিয়ার সংবাদ সংস্থা জানিয়েছে, শনিবার এবং রবিবার নতুন ক্ষেপণাস্ত্রের পরীক্ষামূলক উৎক্ষেপণ করা হয়েছে। এবং তা সফল হয়েছে বলেও দাবি করা হয়েছে। ক্ষেপণাস্ত্র উড়ে যাওয়ার ছবিও প্রকাশিত হয়েছে সে দেশের সংবাদমাধ্যমে।

গত কয়েক বছরে বিভিন্ন পরমাণু অস্ত্রের প্রদর্শনীর জেরে আমেরিকার সঙ্গে সম্পর্কের অবনতি হয়েছিল কিম জং উন শাসিত উত্তর কোরিয়ার। তার পর বেশ কিছু দিন অস্ত্র প্রদর্শনী দেখা যায়নি কোরিয়ার তরফে। সম্প্রতি এই ক্ষেপণাস্ত্র পরীক্ষার পর প্রতিক্রিয়া দিয়েছে আমেরিকা। আমেরিকার এক কম্যান্ড্যান্ট এ নিয়ে বলেছেন, ‘‘ডেমেক্রেটিক পিপলস্‌ রিপাবলিক অব কোরিয়া (ডিপিআরকে) সামরিক সম্ভার বাড়ানোর কাজে এখনও নিমগ্ন রয়েছে। প্রতিবেশী দেশ এবং আন্তর্জাতিক মহলের কাছে যা নতুন সমস্যা তৈরি করছে।’’

সাম্প্রতিক এই ক্ষেপণাস্ত্রকে কৌশলগত অস্ত্র বলে অভিহিত করেছে উত্তর কোরিয়া। এই ক্ষেপণাস্ত্র দেড় হাজার কিলোমিটার পাড়়ি দিয়ে লক্ষ্যে আঘাত হানতে সক্ষম বলে দাবি করা হয়েছে। গত মাসে দক্ষিণ কোরিয়া এবং আমেরিকার সেনাবাহিনীর যৌথ অনুশীলনের জবাব হিসাবেই উত্তর কোরিয়া এই ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করল বলে মনে করা হচ্ছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

North Korea New missile launch
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE