Advertisement
১১ নভেম্বর ২০২৪
North Korea

কিমের নিশানায় এ বার আমেরিকা? দূরপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা করল উত্তর কোরিয়া

উত্তর কোরিয়ার সরকারি সংবাদমাধ্যম ‘কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি’ এর আগে জানিয়েছিল পরমাণু অস্ত্রবাহী দূরপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নির্মাণের প্রযুক্তি তারা আয়ত্ত করেছে।

ক্ষেপণাস্ত্রের পরীক্ষা দেখছেন কিম।

ক্ষেপণাস্ত্রের পরীক্ষা দেখছেন কিম। ছবি: রয়টার্স।

আনন্দবাজার অনলাইন ডেস্ক
কলকাতা শেষ আপডেট: ৩১ অক্টোবর ২০২৪ ০৯:৫৬
Share: Save:

পশ্চিমি দুনিয়ার আশঙ্কা বাড়িয়ে নতুন দূরপাল্লার ক্ষেপণাস্ত্রের পরীক্ষামূলক উৎক্ষেপণ করল উত্তর কোরিয়া। প্রতিরক্ষা বিশেষজ্ঞদের একাংশ মনে করছেন, আমেরিকায় আঘাত হানা উদ্দেশ্যেই এই দূরপাল্পার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তৈরি করেছে একনায়ক কিম জং উন-এর দেশ।

দক্ষিণ কোরিয়ার সামরিক সূত্র উদ্ধৃত করে প্রকাশিত খবরে জানানো হয়েছে, বৃহস্পতিবার স্থানীয় সময় সকাল ৭টা ১০ মিনিট নাগাদ কোরীয় উপদ্বীপ থেকে জাপানের মাঝে সমুদ্রে ওই ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়। ২০১৭ এবং ২০২২ সালে দূরপাল্লার ক্ষেপণাস্ত্রের উৎক্ষেপণ-পরীক্ষা করেছিল উত্তর কোরিয়া। পরিকল্পিত ভাবেই এ বার পরীক্ষামূলক উৎক্ষেপণের জন্য আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনের আগের পর্বকে বেছে নেওয়া হয়েছে বলে অনেকে মনে করছেন।

উত্তর কোরিয়ার সরকারি সংবাদমাধ্যম ‘কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি’ এর আগে জানিয়েছিল পরমাণু অস্ত্রবাহী দূরপাল্লার ক্ষেপণাস্ত্র নির্মাণের প্রযুক্তি তারা আয়ত্ত করেছে। ইউক্রেন যুদ্ধে রাশিয়াকে সাহায্য করতে একনায়ক কিম প্রায় ১০ হাজার সেনা পাঠিয়েছেন বলে অভিযোগ উঠেছে। আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন এ নিয়ে চলতি মাসেই পিয়ংইয়ংকে হুঁশিয়ারি দিয়েছেন। দূরপাল্লার ক্ষেপণাস্ত্র পরীক্ষার মাধ্যমে কি তার জবাব দিলেন কিম?

অন্য বিষয়গুলি:

Kim Jong-un North Korea Missile
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE