মঙ্গলবার সকাল ৭টা। কনকনে ঠান্ডা। তাপমাত্রা প্রায় ৬ ডিগ্রি সেলসিয়াস। সেন্ট্রাল লন্ডনের কিংস রোডের সিগন্যালে থমকে দাঁড়িয়েছে একের পর গাড়ি। পথচারী থেকে সবার চোখ আটকে এক জায়গায়। যুবকের গায়ে সুতো পর্যন্ত নেই। মাথায় শুধু হেলমেট,পায়ে কালো মোজা আর জুতো। ও ভাবেই সিগন্যালে অপেক্ষামান তিনি। আলো সবুজ হতেই প্যাডেলে জোরে চাপ পড়ল। যতক্ষণ না বছর ত্রিশের ওই যুবক দৃষ্টির বাইরে না যান,ততক্ষণ চেয়েই রইলেন অন্যান্য পথচারী। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে এই উলঙ্গ সাইকেল আরোহীর ছবি।