Advertisement
E-Paper

ওবামার প্রত্যাঘাত শুরু, ৩৫ রুশ কূটনীতিককে আমেরিকা ছাড়ার নির্দেশ

৭২ ঘণ্টার মধ্যে দু’টি রুশ দূতাবাস সম্পূর্ণ খালি করে দেওয়ার নির্দেশ দিল আমেরিকা। ৩৫ জন রুশ কূটনীতিককে আমেরিকা ছাড়ার নির্দেশ দেওয়া হল। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের তথ্য হ্যাক করে সে দেশের অভ্যন্তরীণ বিষয়ে নাক গলানোর চেষ্টা এবং মস্কোয় কর্মরত মার্কিন কূটনীতিকদের হেনস্থার প্রতিক্রিয়াতেই এই ব্যবস্থা নেওয়া হয়েছে।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ৩০ ডিসেম্বর ২০১৬ ১৮:২৯
—ফাইল চিত্র।

—ফাইল চিত্র।

৭২ ঘণ্টার মধ্যে দু’টি রুশ দূতাবাস সম্পূর্ণ খালি করে দেওয়ার নির্দেশ দিল আমেরিকা। ৩৫ জন রুশ কূটনীতিককে আমেরিকা ছাড়ার নির্দেশ দেওয়া হল। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের তথ্য হ্যাক করে সে দেশের অভ্যন্তরীণ বিষয়ে নাক গলানোর চেষ্টা এবং মস্কোয় কর্মরত মার্কিন কূটনীতিকদের হেনস্থার প্রতিক্রিয়াতেই এই ব্যবস্থা নেওয়া হয়েছে। বৃহস্পতিবার মার্কিন বিদেশ দফতর এমনই জানিয়েছে।

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রাশিয়া অযাচিত হস্তক্ষেপ করেছে বলে অভিযোগ করে প্রেসিডেন্ট ওবামা আগেই জানিয়েছিলেন, রাশিয়ার বিরুদ্ধে কঠোর পদক্ষেপ করা হবে। অভিযোগ আরও ছিল। মস্কোয় নিযুক্ত মার্কিন কূটনীতিকরা রুশ ট্রাফিক পুলিশ এবং নিরাপত্তা আধিকারিকদের হাতে হেনস্থার শিকার হচ্ছেন বলেও মার্কিন বিদেশ দফতর জানিয়েছে। সে সবের প্রেক্ষিতেই এ বার পাল্টা পদক্ষেপ আমেরিকার।

নিউ ইয়র্ক এবং মেরিল্যান্ডের দু’টি রুশ দূতাবাস বন্ধ করে দেওয়ার নির্দেশ দিয়েছে মার্কিন বিদেশ দফতর। এ ছাড়া ওয়াশিংটন এবং সান ফ্রান্সিসকোর দু’টি রুশ দূতাবাসের একাধিক কর্মীকে আমেরিকা ছা়ড়তে বলা হয়েছে। সব মিলিয়ে মোট ৩৫ জন কর্মীকে ৭২ ঘণ্টার মধ্যে আমেরিকা ছাড়ার নির্দেশ দিয়েছে ওয়াশিংটন। যে দু’টি দূতাবাসকে কাজে লাগিয়ে রুশ কূটনীতিকরা গোয়েন্দাগিরি চালাচ্ছিলেন এবং আমেরিকার অভ্যন্তরীণ বিষয়ে নাক গলাচ্ছিলেন বলে ওয়াশিংটনের দাবি, শুক্রবার দুপুরের পর থেকে সেই দু’টি দূতাবাসের নিয়ন্ত্রণও আর রাশিয়ার হাতে থাকছে না। কারণ মার্কিন বিদেশ দফতরের তরফে রাশিয়াকে জানানো হয়েছে, এ দিন দুপুরের পর থেকে আর কোনও রুশ কূটনীতিককে নিউ ইয়র্ক এবং মেরিল্যান্ডের ওই দুই দূতাবাসে ঢুকতে দেওয়া হবে না।

আরও পড়ুন: ট্রাম্পকে বার্তা দিয়ে চিনা রণতরী তাইওয়ানের কাছে, ফের উত্তপ্ত চিন সাগর

হবু মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাশিয়ার সঙ্গে সুসম্পর্কের আহ্বান জানিয়েছেন। কিন্তু প্রেসিডেন্ট ওবামার প্রশাসন যে কঠোর পদক্ষেপ করল, তা ট্রাম্প এই মুহূর্তে রুখতে পারবেন না বলেই ওয়াকিবহাল মহল মনে করছে। প্রেসিডেন্ট পদে ট্রাম্পের শপথ ২০ জানুয়ারি। তার আগে পর্যন্ত ওবামার হাতেই ক্ষমতা এবং রাশিয়ার বিরুদ্ধে কঠোর পদক্ষেপ করা হবে বলে ওবামা আগেই জানিয়েছিলেন।

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন মেটার পর সে দেশের গোয়েন্দা সংস্থা সিআইএ প্রেসিডেন্ট ওবামাকে জানায়, রাশিয়া হ্যাকারদের কাজে লাগিয়ে নির্বাচন প্রক্রিয়া প্রভাবিত করেছে। বিভিন্ন নির্বাচনী প্রতিষ্ঠানকে হ্যাক করে গুরুত্বপূর্ণ এবং গোপন তথ্য হাতিয়ে তা ট্রাম্পের কাছে পৌঁছে দেওয়া হয়েছে বলেও সিআইএ রিপোর্টে জানানো হয়। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের রাশিয়ার এই নাক গলানো মোটেই সহজ ভাবে নেননি ওবামা। তিনি জানান, রাশিয়াকে শিক্ষা দেওয়া হবে। ৩৫ জন রুশ কূটনীতিককে বহিষ্কার করে এবং দু’টি রুশ দূতাবাস বন্ধ করে দিয়ে প্রেসিডেন্ট ওবামা বুঝিয়ে দিলেন, তাঁর হুঁশিয়ারি বৃথা যাবে না।

USA Russia President Barak Obama
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy