Advertisement
২৭ এপ্রিল ২০২৪
Ohio

পুলিশের সেবায় সুস্থ হয়ে উঠে তাদেরই গাড়ি নিয়েই চম্পট!

পুলিশের সেবায় সুস্থ হয়ে উঠে পুলিশের গাড়ি নিয়েই চম্পট দিল যুবক! ঘটনাটি মার্কিন যুক্তরাষ্ট্রের ওহায়ো অঞ্চলের।

জেরেমি ডেভিস। ছবি: ফেসবুক

জেরেমি ডেভিস। ছবি: ফেসবুক

সংবাদ সংস্থা
ওহায়ো শেষ আপডেট: ১১ ফেব্রুয়ারি ২০১৯ ১৬:৩৫
Share: Save:

পুলিশের সেবায় সুস্থ হয়ে উঠে পুলিশের গাড়ি নিয়েই চম্পট দিল যুবক! ঘটনাটি মার্কিন যুক্তরাষ্ট্রের ওহায়ো অঞ্চলের।

পুলিশের বক্তব্য অনুযায়ী, গত ৮ ফেব্রুয়ারি, শুক্রবার অত্যধিক পরিমাণে ড্রাগ নিয়ে অসুস্থ হয়ে পড়েছিল বছর পঁচিশের জেরেমি ডেভিস। খবর পেয়ে ওহায়ো অঞ্চলের বাসিন্দা সেই যুবককে বাঁচানোর তোড়জোড় করে স্থানীয় পুলিশ বিভাগ। ওই যুবকের নাকের মধ্যে একটি স্প্রে করে সেই ড্রাগের প্রভাব কাটিয়ে প্রাথমিক বিপদ কাটানো হয়। তার পর ওই যুবককে অ্যাম্বুলেন্সের মধ্যে নিয়ে যাওয়া হয় নজরে রাখবার জন্য।

কিন্তু নজরাধীন অবস্থানেই আচমকা ওই ব্যক্তি অ্যাম্বুলেন্স থেকে ঝাঁপ দিয়ে কাছেই দাঁড়িয়ে থাকা একটি পুলিশের গাড়ি নিয়ে পালানোর চেষ্টা করে। প্রবল বেগে গাড়ি চালিয়ে দু’মাইল যাওয়ার পরে রাস্তার ধারের একটি গাছে ধাক্কা মারে সেটি। যদিও তাতে খুব বেশি আহতও হয়নি সেই যুবক। তারপর রীতিমতো পায়ে হেঁটেই গা ঢাকা দেয় সে।

আরও পড়ুন: প্রিন্স ফিলিপ ছেড়ে দিয়েছেন, কিন্তু ৯৭ বছরে ড্রাইভিং লাইসেন্স নবীকরণ করে চর্চায় হোমি

ওই ব্যক্তিকে ধরবার জন্য উঠেপড়ে লেগেছে ওহায়ো পুলিশ। জেরেমির নামে আগে থেকেই কোনও গ্রেফতারি পরোয়ানা আছে কি না, খতিয়ে দেখা হচ্ছে তাও।

আরও পড়ুন: গভীর সমুদ্রে বিমানের ধ্বংসাবশেষ, ৮০ বছরের পুরনো রহস্যের উত্তর খুঁজছেন বিজ্ঞানীরা

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Ohio US Crime Drug Overdose
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE