Advertisement
E-Paper

১০০ ঘণ্টা টিভি দেখলেই মিলবে দেড় লক্ষ টাকা!

টিভি দেখলেই দেড় লক্ষ টাকা পাওয়া যাবে?

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৩ সেপ্টেম্বর ২০১৮ ১৫:৩০
প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

ঘণ্টার পর ঘণ্টা হাঁ করে বসে থাকতে হবে। অনলাইন চ্যানেলগুলি দেখে যেতে হবে। আর শুধু ঘণ্টার পর ঘণ্টা একটানা বসে চ্যানেল সার্ফিংয়ের জন্য মিলতে পারে দেড় লক্ষ টাকা। মোটামুটি ১০০ ঘণ্টা হাঁ করে বসে টিভি দেখাই যথেষ্ট।

যে কাজের জন্য বার বার বাড়িতে কথা শুনতে হয় আপনাকে, সেই কাজটাই হতে পারে আপনার ‘লুক্রেটিভ জব’। আর এ রকম একটা পেশার কথাই বলছে হাউ টু ওয়াচ ডট কম নামের একটি ওয়েবসাইট।

অক্টোবর মাসেই ১০০ ঘণ্টা টিভি দেখার জন্য দেড় লক্ষ টাকা বেতন ধার্য করা হয়েছে বলে সংবাদ সংস্থা সূত্রে জানানো হয়েছে। এই নির্দিষ্ট ওয়েবসাইটটির জন্যই আপনি ‘বিঞ্জ ওয়াচার’ হতে পারেন। ডিরেক টিভি নাউ, ফুবো টিভি, হুলু উইদ লাইভ টিভি, ফিলো, প্লে স্টেশন ভিউ, স্লিং টিভি, ইউটিউব টিভি-এই সবকটা চ্যানেলেরই সাবস্ক্রিপশন নেওয়া রয়েছে হাউ টু ওয়াচ ডট কম নামের ওয়েবসাইটটির। প্রতিটি চ্যানেল মোটামুটি ১৪ ঘণ্টা দেখলেই হবে। আর জানতে হবে সাম্প্রতিক কালের খবর, কোন খেলার কত স্কোর, কোন খবরের ট্রেন্ড চলছে?

আরও পড়ুন: এই পড়তি বাজারেও যে দেশগুলিতে টাকার দাম বেশি

তবে চাইলেও কিন্তু ফোন ঘাঁটাঘাঁটি করতে পারবেন না। কারণ স্ট্রিমিং প্ল্যাটফর্মগুলো দেখে আপনাকে ঠিক ররতে হবে, কোন চ্যানেলে কী শো কেমন লাগছে। সঙ্গে রাখতে হবে স্কোর কার্ড। সোশ্যাল মিডিয়ায় জানান দিতে হবে সে কথা। অর্থাৎ সোশ্যাল মি়ডিয়ায় সক্রিয় থাকতে হবে। হাই কোয়ালিটি ও লো কোয়ালিটি স্ট্রিমিংয়ের তফাত বুঝতে হবে।

আরও পড়ুন: নিষিদ্ধ হল স্যারিডন, ট্যাক্সিম-সহ ৩২৮টি বহুল ব্যবহৃত ওষুধ

যাঁরা যাঁরা ভাবছেন, এই কাজে আপনি দক্ষ তাহলে বরং একটা চিঠি দিয়েই ফেলুন সংস্থাকে। অক্টোবরের চার তারিখ পর্যন্ত আপনি চাকরির আবেদন করতেই পারেন। তবে নভেম্বরের এক তারিখের মধ্যে ১০০ ঘণ্টা স্ট্রিমিং শেষ করতেই হবে আপনাকে।

Television TV Spectator Television Show Mega Serial YouTube
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy