Advertisement
২০ এপ্রিল ২০২৪
International news

খনি থেকে মিলল বিশালাকার এই হিরে!

বিশালাকার হিরে উদ্ধার হল খনি থেকে। পশ্চিম আফ্রিকার সিয়েরা লিওনের খনি থেকে ৭০৬ ক্যারটের এই বিশালাকার হিরে পাওয়া গিয়েছে। এখনও পর্যন্ত উদ্ধার হওয়া সবচেয়ে বড় হিরেগুলোর মধ্যে এটি অন্যতম।

উদ্ধার হওয়া বিশালাকার হিরেটি।

উদ্ধার হওয়া বিশালাকার হিরেটি।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ১৭ মার্চ ২০১৭ ১৮:২৬
Share: Save:

বিশালাকার হিরে উদ্ধার হল খনি থেকে। পশ্চিম আফ্রিকার সিয়েরা লিওনের খনি থেকে ৭০৬ ক্যারটের এই বিশালাকার হিরে পাওয়া গিয়েছে। এখনও পর্যন্ত উদ্ধার হওয়া সবচেয়ে বড় হিরেগুলোর মধ্যে এটি দশম।

সিয়েরা লিওনের ওই খনিতে খননের দায়িত্বে ছিল একটি বেসরকারি সংস্থা। সংস্থার মালিক ইমানুয়েল মোমহ উদ্ধারের পর হিরেটি সিয়েরা লিওনের প্রেসিডেন্ট আর্নেস্ট বেই করোমার হাতে তুলে দেন। দেশের সেন্ট্রাল ব্যাঙ্কে হিরেটি রাখা রয়েছে। সময়মতো তা নিলাম করা হবে বলে প্রেসিডেন্ট জানিয়েছেন। তবে হিরেটির দাম কত হতে পারে তা এখনও স্থির করা হয়নি। পাশাপাশি পাচার না করে বা অন্যত্র বিক্রি না করে হিরেটি দেশের হাতে তুলে দেওয়ার জন্য হিরের আবিষ্কর্তা ইমানুয়েল মোমহকে ধন্যবাদ জানিয়েছেন প্রেসিডেন্ট আর্নেস্ট।

আরও পড়ুন-বিশ্বের সবচেয়ে বড় দশটি হিরে

তবে এর আগে এর থেকেও অনেক বড় আকারের হিরে উদ্ধার হয়েছে। এখনও পর্যন্ত বিশ্বের সবচেয়ে বড় হিরে হল ৩,১০৬ ক্যারটের কিউলিনান ডায়মন্ড। দক্ষিণ আফ্রিকার কিউলিনানের এক খনি থেকে ওই হিরে পাওয়া যায়। তার থেকে কেটে বের করা দু’টো বড় টুকরো ব্রিটেনের রাজ মুকুটে শোভা পায়। দু’বছর আগে ২০১৫ সালে দক্ষিণ আফ্রিকার বটসওয়ানার খনি থেকে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম হিরে পাওয়া যায়। যার ওজন ১,১১১ ক্যারট। এ ছাড়াও বিভিন্ন সময়ে আফ্রিকার খনি থেকে বড় আকারের হিরে পাওয়া গিয়েছিল।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Africa Diamond
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE