Advertisement
E-Paper

এক সঙ্গে নগ্ন ২৫০৫ মহিলা, গড়লেন বিশ্বরেকর্ড, কেন জানেন?

নগ্ন অবস্থায় আয়ারল্যান্ডের সমুদ্রের ঠান্ডা জলে ১০ মিনিট কাটালেনও।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৭ জুন ২০১৮ ১৬:০৫
এক স্বেচ্ছাসেবী সংস্থা ক্যানসার আক্রান্ত শিশুদের চিকিৎসার জন্য অভিনব এই উদ্যোগ নিয়েছিল গত ৯ জুন।

এক স্বেচ্ছাসেবী সংস্থা ক্যানসার আক্রান্ত শিশুদের চিকিৎসার জন্য অভিনব এই উদ্যোগ নিয়েছিল গত ৯ জুন।

ক্যানসার আক্রান্ত শিশুদের চিকিৎসার জন্য এক সঙ্গে নগ্ন হলেন ২,৫০০ জনেরও বেশি মহিলা। নগ্ন অবস্থায় আয়ারল্যান্ডের সমুদ্রের ঠান্ডা জলে ১০ মিনিট কাটালেনও।

অ্যাওবেনস পিঙ্ক টাই নামে এক স্বেচ্ছাসেবী সংস্থা ক্যানসার আক্রান্ত শিশুদের চিকিৎসার জন্য অভিনব এই উদ্যোগ নিয়েছিল গত ৯ জুন। সেই উপলক্ষেই আয়ারল্যান্ডের উইকলোর মিয়েঘেরমোর বিচে এই ‘স্ট্রিপ এন্ড ডিপ’ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এর ফলে ক্যানসার আক্রান্ত শিশুদের চিকিৎসার খরচও যেমন কিছুটা উঠল, তেমনই এই প্রথম এক সঙ্গে এত জন মহিলা নগ্ন হওয়ায় গিনেস রেকর্ড করল ওই সংস্থা। ২০১৫ সালে ফিগ গ্রুপের আয়োজনে অস্ট্রেলিয়ার পার্থের দক্ষিণ সমুদ্রসৈকতে ৭৮৬ জন মহিলা এক সঙ্গে নগ্ন হয়েছিলেন। এতদিন এটাই ছিল রেকর্ড।

আরও পড়ুন:

ঘাস খেতে খেতে অন্য দেশে, ‘অপরাধী’ গরুর মৃত্যুদণ্ড রদ

চিকেন কষা বন্ধ! জেলেও ‘ষড়যন্ত্রের শিকার’ আরাবুল

এই অনুষ্ঠানের আয়োজক ফেদারস্টোনও এক সময় ক্যানসার আক্রান্ত ছিলেন। তিনি জানিয়েছেন, ২০১৩ সাল থেকে প্রতি বছর এই সময় এমন আয়োজন করা হয়। তবে প্রথমে খুব কম সংখ্যক মহিলাই এতে সাড়া দিয়েছিলেন। ক্রমে এর জনপ্রিয়তা বাড়ে এবং ক্যানসার আক্রান্তদের চিকিৎসায় অনেক বেশি মহিলা এগিয়ে আসেন।

তিনি আরও জানান, চলতি বছরে আয়ারল্যান্ড ছাড়াও আরও ২২টি দেশের মহিলারা এতে অংশগ্রহণ করেছেন। অংশগ্রহণকারীরা হয় নিজে বা তাঁদের পরিবারের কেউ ক্যানসার আক্রান্ত। এর মাধ্যমে মোট ১ কোটি ২৬ লক্ষ ৫৫ হাজার টাকার ব্যবস্থা করতে পেরেছেন বলে জানিয়েছেন ফেদারস্টোন।

Cancer ক্যানসার
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy