ব্রিটেন ও নিম্ন-মধ্যবিত্ত আয়ের দেশগুলিতে দ্রুত নোভেল করোনাভাইরাসের প্রতিষেধক পৌঁছে দিতে বায়োটেক সংস্থা অ্যাস্ট্রাজ়েনেকা-র সঙ্গে হাত মেলাচ্ছে বলে আজ ঘোষণা করল অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়। এই বিশ্ববিদ্যালয়ের জ়েনার ইনস্টিটিউট মানবদেহে প্রতিষেধকের পরীক্ষা শুরু করেছে গত সপ্তাহে। পরীক্ষা সফল হলে দ্রুত তা মানুষের কাছে পৌঁছে দিতে হবে। এই ক্ষেত্রে বড় ভূমিকা নেবে অ্যাস্ট্রাজ়েনেকা।
এ দিকে কোভিড-১৯-এর চিকিৎসার ক্ষেত্রে জোড়া সুখবর জানিয়েছে ইজ়রায়েল ও নেদারল্যান্ডস। ইজ়রায়েলের ‘ইনস্টিটিউট অব বায়োলজিক্যাল রিসার্চ (আইআইবিআর)’ একটি ‘মনোক্লোনাল অ্যান্টিবডি’ তৈরি করতে সক্ষম হয়েছে পরীক্ষাগারে। এটি নোভেল করোনাভাইরাসের গায়ে লেগে থাকা প্রোটিনের কাঁটাগুলিকে নষ্ট করতে সক্ষম। আইআইবিআরের ডিরেক্টর শুহেল শাপিরা জানিয়েছেন, এটির পেটেন্ট নেওয়া হচ্ছে। এর পরে ওষুধের ঢালাও উৎপাদনের জন্য কোনও সংস্থার সঙ্গে চুক্তি করা হবে।
এর আগে নেদাল্যান্ডসের ইউট্রেখট বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীরাও একই কাজ করতে সক্ষম একটি অ্যান্টিবডি তৈরি করতে পেরেছেন বলে দাবি করেছেন ‘নেচার কমিউনিকেশনস’ পত্রিকায় প্রকাশিত পেপারে। জিনের বদল করা হয়েছে, এমন অনেক ধরনের ইঁদুরের উপরে পরীক্ষা চালিয়েছিলেন তাঁরা। এর পরে মানবদেহে কাজ করতে পারবে, ‘মনোক্লানাল অ্যান্টিবডি’র এমন সংস্করণ তৈরি করেছেন। এটির নাম ‘৪৭ডি১১’। তবে আরও গবেষণা ও পরীক্ষা বাকি, জানিয়েছেন ইউট্রেখটের বিজ্ঞানীরা।