২০২৪ সালের জানুয়ারি মাস থেকে এখনও পর্যন্ত পাকিস্তানের প্রায় সাড়ে পাঁচ হাজার ভিক্ষুককে ফেরত পাঠিয়েছে ছ’টি দেশ। পাকিস্তানের আইনসভায় এমনটাই জানালেন সে দেশের অভ্যন্তরীণমন্ত্রী মহসিন নকভি।
পাকিস্তানের শাসকজোটের অন্যতম শরিক দল পাকিস্তান পিপলস পার্টি (পিপিপি)-র নেতা সেহর কামরান সম্প্রতি আইনসভার নিম্নকক্ষ ন্যাশনাল অ্যাসেম্বলিতে ভিক্ষুকদের নিয়ে একটি প্রশ্ন করেন। পাক সংবাদমাধ্যম ‘ডন’-এর প্রতিবেদন অনুসারে, সেই প্রশ্নের লিখিত জবাবে মন্ত্রী জানান, গত ১৬ মাসে ছ’টি দেশ থেকে ৫,৪০২ জন পাক ভিক্ষুককে পাকিস্তানে ফেরত পাঠানো হয়েছে।
যে দেশগুলি থেকে পাকিস্তানের এই ভিক্ষুকদের ফেরত পাঠানো হয়েছে, সেই দেশগুলি হল সৌদি আরব, ইরাক, মালয়েশিয়া, ওমান, কাতার এবং সংযুক্ত আরব আমিরশাহি। এই দেশগুলি থেকে ফেরত পাঠানো ভিক্ষুকদের মধ্যে অধিকাংশই সিন্ধ প্রদেশের বাসিন্দা। সংখ্যার নিরিখে তার পর যথাক্রমে রয়েছে পঞ্জাব, খাইবার পাখতুনখোয়া, বালুচিস্তান, পাক অধিকৃত কাশ্মীর এবং ইসলামাবাদ।