Advertisement
০৫ মে ২০২৪

শিক্ষা দেবো, হুমকি পাক বায়ুসেনার

মঙ্গলবারই পাকিস্তান সেনা চৌকি ও বাঙ্কার গুঁড়িয়ে দেওয়ার কথা বুক ফুলিয়ে প্রচার করেছিল ভারতীয় সেনা। আজ পাকিস্তানের বায়ুসেনা প্রধান ভারতের উদ্দেশে বার্তা দিলেন, শত্রুর আগ্রাসনের এমন জবাব দেওয়া হবে যে ওই দেশের ভবিষ্যৎ প্রজন্মও সে কথা মনে রাখবে।

ফাইল চিত্র।

ফাইল চিত্র।

নিজস্ব সংবাদদাতা
নয়াদিল্লি শেষ আপডেট: ২৫ মে ২০১৭ ০৩:০৯
Share: Save:

মঙ্গলবারই পাকিস্তান সেনা চৌকি ও বাঙ্কার গুঁড়িয়ে দেওয়ার কথা বুক ফুলিয়ে প্রচার করেছিল ভারতীয় সেনা। আজ পাকিস্তানের বায়ুসেনা প্রধান ভারতের উদ্দেশে বার্তা দিলেন, শত্রুর আগ্রাসনের এমন জবাব দেওয়া হবে যে ওই দেশের ভবিষ্যৎ প্রজন্মও সে কথা মনে রাখবে।

পাকিস্তানি সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, পাকিস্তানি বায়ুসেনা আজ বিশ্বের সর্বোচ্চ যুদ্ধক্ষেত্র সিয়াচেন হিমবাহের কাছে তাদের যুদ্ধবিমান উড়িয়েছে। পাক-অধিকৃত কাশ্মীরের গিলগিট-বালটিস্তান এলাকার স্কার্দুতে এই মহড়ায় অংশ নিয়ে পাকিস্তানের বায়ুসেনা প্রধান সোহেল আমন নিজেও একটি মিরাজ যুদ্ধবিমানে ওড়েন। ভারতীয় বায়ুসেনার তরফে অবশ্য দাবি, ভারতের আকাশসীমা লঙ্ঘনের কোনও ঘটনা ঘটেনি।

এমনিতেই গত কয়েক সপ্তাহ ধরেই ভারত-পাকিস্তান সীমান্ত ও নিয়ন্ত্রণরেখায় উত্তেজনা তুঙ্গে। সেই উত্তেজনার পারদ আজ আরও বাড়িয়েছে পাক বায়ুসেনা প্রধানের মন্তব্য। তিনি ভারতের নাম করেননি ঠিকই। কিন্তু বাহিনীর অফিসারদের উদ্দেশ্যে বলেছেন, ‘‘শত্রুর কোনও আগ্রাসী পদক্ষেপের আমরা এমন জবাব দেব যে ওদের ভবিষ্যৎ প্রজন্মও সে কথা মনে রাখবে।’’ স্কার্দুর কাদরি বায়ুসেনা ঘাঁটিতে তিনি বলেছেন, ‘‘শত্রুদের বয়ান নিয়ে পাকিস্তানের চিন্তা করার কোনও দরকার নেই।’’ আজ সীমান্তের কাছে সব বায়ুসেনা ঘাঁটিকে পুরোপুরি সক্রিয় করেছে পাকিস্তান। সাধারণত যুদ্ধের সময়ে শত্রুর এলাকায় হামলার আগে এই ধরনের ব্যবস্থা নেওয়া হয়।

কিছুদিন আগেই ভারতের বায়ুসেনা প্রধান এয়ার চিফ মার্শাল বি এস ধানোয়া বাহিনীর সব অফিসারকে চিঠি লিখে খুব অল্প সময়ের নোটিসে অভিয়ানের জন্য তৈরি থাকার নির্দেশ দিয়েছিলেন। যুক্তি দিয়েছিলেন, বর্তমান পরিস্থিতিতে সব সময়ই একটি ‘সাব-কনভেনশনাল থ্রেট’ (হামলার সম্ভাবনা) রয়েছে। তাই খুব অল্প সময়ের মধ্যে অভিযানে নেমে পড়ার জন্য তৈরি থাকতে হবে। প্রশিক্ষণেও সেদিকে নজর দিতে হবে। এই প্রেক্ষিতে পাকিস্তানের বায়ুসেনা প্রধানের মন্তব্য আরও তাৎপর্যপূর্ণ হয়ে উঠেছে।

প্রতিরক্ষা মন্ত্রক সূত্রের মতে, পাক সেনা দুই ভারতীয় জওয়ানের মুণ্ড কেটে নিয়ে যাওয়ার পরে ভারতের হামলায় ভাল ক্ষয়ক্ষতি হয়েছে পাকিস্তানের। ফলে পাকিস্তান যুদ্ধকালীন অবস্থার মতোই প্রস্তুতি নিচ্ছে। গতকাল ভারতীয় সেনার ভিডিও প্রকাশ, তা ভুল দাবি করে পাক-সেনার পাল্টা ভিডিও প্রকাশ বা আজকের পাক-বায়ুসেনার মন্তব্যের পরে নিয়ন্ত্রণরেখার পরিস্থিতি অবশ্য নতুন করে কিছু খারাপ হয়নি। গত কয়েকদিন ধরেই যেমন উত্তেজনা ছিল, তেমনই রয়েছে। গোলাগুলির লড়াই নতুন করে কিছু বাড়েনি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Pakistan Pakistan Air Force India
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE