কাজ করার নির্ধারিত সময় শেষ হয়ে গিয়েছে। তাই মাঝপথে জরুরি অবতরণের পরে বিমান চালাতে অস্বীকার করলেন বিমান চালক। এই শুনে রেগে লাল যাত্রীরাও। আর তা নিয়েই ধুন্ধুমার বিমানবন্দরে। নেটমাধ্যমে এই ঘটনা ইতিমধ্যেই হাসির রোল তুলেছে।
সংবাদ মাধ্যমের সূত্র অনুযায়ী, রবিবার দিন পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইন্স (পিআইএ)- এর ‘পিকে-৯৭৫৪’ নামক একটি বিমান রিয়াধ থেকে ওড়া শুরু করেছিল। ইসলামাবাদে অবতরণ করার কথা ছিল এই বিমানের। তবে খারাপ আবহাওয়ার কারণে বিমান চালক এই বিমানটি সৌদি আরবের দাম্মামে অবতরণ করাতে বাধ্য হন।
আবহাওয়ার পরিস্থিতি ঠিক হলে ওই বিমান চালক, বিমানটি চালাতে অস্বীকার করেন। তিনি দাবি করেন যে, তাঁর দৈনিক কাজ করার সময়সীমা শেষ হয়ে গিয়েছে। অন্যদিকে, বিমানের যাত্রীরাও বিমান থেকে নামতে অস্বীকার করেন এবং তাঁদের যাত্রাপথে বিলম্ব হওয়ার কারণে প্রতিবাদ শুরু করেন। পরিস্থিতি ক্রমশই হাতের বাইরে চলে গেলে তা নিয়ন্ত্রণে আনতে বিমানবন্দরের নিরাপত্তারক্ষীদের ডাকা হয়।