সন্ত্রাসে মদত জোগানোর অভিযোগে যখন জেরবার গোটা দেশ, ঠিক সেইসময় প্রকাশ্যে ওসামা বিন লাদেনকে ‘শহিদ’ বলে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী ইমরান খান। তা নিয়ে উত্তাল পাকিস্তানের অভ্যন্তরীণ রাজনীতি। শক্ত হাতে সন্ত্রাস দমন না করে, এ ভাবে এক জন আন্তর্জাতিক সন্ত্রাসবাদীকে শহিদ বলে উল্লেখ করায় ইমরানের তীব্র সমালোচনা করেছেন বিরোধী শিবিরের রাজনীতিকরা। তাঁদের অভিযোগ, এমন মন্তব্য করে সন্ত্রাসের প্রতি তোষণনীতিকেই প্রকাশ্যে সমর্থন করেছেন ইমরান।
বৃহস্পতিবার দেশের পার্লামেন্ট ন্যাশনাল অ্যাসেম্বলিতে দাঁড়িয়ে ইমরান বলেন, “মার্কিন সেনাবাহিনী যখন অ্যাবোটাবাদে ঢুকে ওসামা বিন লাদেনকে হত্যা করে, তাঁকে শহিদ করে, তখন বিশ্বের সর্বত্র পাকিস্তানিরা খুবই বিব্রত বোধ করেছিলেন।’’
ন্যাশনাল অ্যাসেম্বলিতে দাঁড়িয়েই সেইসময় ইমরানের তীব্র সমালোচনা করেন বিরোধী দলনেতা তথা দেশের প্রাক্তন বিদেশমন্ত্রী খোয়াজা আসিফ। তিনি বলেন, ‘‘ওসামা বিন লাদেন এক জন সন্ত্রাসবাদী ছিলেন। হাজার হাজার মানুষের মৃত্যুর জন্য দায়ী ছিলেন তিনি। আমাদের দেশটাকে পুরো ধ্বংস করে দিয়েছিলেন। আজ তাঁকেই কিনা শহিদ বলছেন প্রধানমন্ত্রী।’’
আরও পড়ুন: এশিয়ায় চিনা সেনাবাহিনীর মোকাবিলায় সেনা পাঠাচ্ছে আমেরিকা, জানালেন পম্পেয়ো