Advertisement
E-Paper

পহেলগাঁও কাণ্ড নিয়ে পাকিস্তান পার্লামেন্টের অধিবেশন বসছে সোমবার, পাশ করানো হতে পারে প্রস্তাব

সোমবার বিকেল ৫টায় পাকিস্তানের পার্লামেন্ট ভবনে অধিবেশনটি হবে। এই অধিবেশনে পহেলগাঁও কাণ্ড এবং তার পরে ভারত-পাক সম্পর্ক নিয়ে আলোচনা হবে বলে খবর।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৪ মে ২০২৫ ১৯:৪৭
পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ় শরিফ।

পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ় শরিফ। —ফাইল চিত্র।

পার্লামেন্টের অধিবেশন ডাকল পাকিস্তান। নিয়ম অনুযায়ী সে দেশের প্রেসিডেন্ট আসিফ আলি জ়ারদারি পাকিস্তান পার্লামেন্টের নিম্নকক্ষ ন্যাশনাল অ্যাসেম্বলির এই অধিবেশনটি ডেকেছেন। সোমবার বিকেল ৫টায় পাকিস্তানের পার্লামেন্ট ভবনে অধিবেশনটি হবে। এই অধিবেশনে পহেলগাঁও কাণ্ড এবং ভারত-পাক সম্পর্ক নিয়ে আলোচনা হবে বলে খবর। একাধিক পাক সংবাদমাধ্যম সূত্রে খবর, বর্তমান পরিস্থিতিতে ভারতের ভূমিকার নিন্দা করে প্রস্তাব পাশ করানো হতে পারে।

অন্য দিকে, পহেলগাঁও কাণ্ডের আবহে পাকিস্তানের নিরাপত্তা পরিস্থিতি ব্যাখ্যা করতে সর্বদল বৈঠক ডাকা হয়েছিল রবিবার। সেখানে কী আলোচনা হয়েছে, তা অবশ্য জানা যায়নি। পাক সংবাদমাধ্যম ‘ডন’-এর প্রতিবেদন অনুসারে, ওই বৈঠকে বিভিন্ন দলের প্রতিনিধিদের সামনে পাক সেনার মুখপাত্র এবং তথ্যমন্ত্রীর দেশের নিরাপত্তা পরিস্থিতি ব্যাখ্যা করার কথা। ‘রেডিয়ো পাকিস্তান’-এর প্রতিবেদন অনুসারে, বিভিন্ন কূটনৈতিক বিষয়ে পাকিস্তানের অবস্থান এবং যে কোনও পরিস্থিতিতে পাক সেনার প্রস্তুতি কতটা, তা-ও ব্যাখ্যা করা হবে সর্বদল বৈঠকে।

গত ২২ এপ্রিল জম্মু ও কাশ্মীরের পহেলগাঁওয়ে জঙ্গি হামলার ঘটনা ঘটে। তার জন্য পাকিস্তানকে দায়ী করে একাধিক পদক্ষেপ করেছে ভারত সরকার। পাল্টা পাকিস্তানও বেশ কিছু পদক্ষেপ করেছে নয়াদিল্লির বিরুদ্ধে। বন্ধ হয়ে গিয়েছে দুই দেশের বাণিজ্য। এই পরিস্থিতিতে ভারত-পাকিস্তানের সম্পর্কের অবনতি অব্যাহত। রোজ নিয়ন্ত্রণরেখায় গোলাগুলি চলছে।

Pakistan parliament All Party Meet
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy