Advertisement
E-Paper

দু’দিনের সফরে সোমবার ভারতের ‘বন্ধু’ দেশে যাচ্ছেন পাক প্রধানমন্ত্রী শাহবাজ়! কী নিয়ে বৈঠক?

রবিবার পাক বিদেশ দফতরের তরফে জানানো হয়েছে, নবম এফআইআই বৈঠকে অংশগ্রহণ করতে সোমবার সৌদি আরব সফরে যাবেন শাহবাজ়। আগামী ২৯ অক্টোবর পর্যন্ত সৌদির রাজধানী রিয়াধে বৈঠকটি চলবে।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৬ অক্টোবর ২০২৫ ২২:১৯
পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ় শরিফ।

পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ় শরিফ। — ফাইল চিত্র।

দু’দিনের সফরে পশ্চিম এশিয়ার ‘বন্ধু দেশ’ সৌদি আরবে যাচ্ছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ় শরিফ। ‘ফিউচার ইনভেস্টমেন্ট ইনিশিয়েটিভ’ (এফআইআই) শীর্ষক এক বৈঠকে যোগ দিতে সোমবারই সৌদি আরবের রাজধানী রিয়াধের উদ্দেশে রওনা দেওয়ার কথা রয়েছে শাহবাজ়ের। বৈঠক চলবে আগামী বুধবার পর্যন্ত।

রবিবার পাক বিদেশ দফতরের তরফে জানানো হয়েছে, নবম এফআইআই বৈঠকে অংশগ্রহণ করতে সোমবার সৌদি আরব সফরে যাবেন শাহবাজ়। আগামী ২৯ অক্টোবর পর্যন্ত সৌদির রাজধানী রিয়াধে বৈঠকটি চলবে। বিশ্বের একাধিক দেশের নেতা, শিল্পপতি, গবেষক, বিজ্ঞানী এবং আইনপ্রণেতারা সেখানে উপস্থিত থাকবেন। পাক বিদেশ দফতরের তরফে আরও জানানো হয়েছে, শাহবাজ়ের সঙ্গে আরবে যাচ্ছে একটি উচ্চস্তরের প্রতিনিধি দল। দলে থাকছেন পাক বিদেশমন্ত্রী ইশক দারও। দু’দিনের এই বৈঠকের অছিলায় বাণিজ্য, বিনিয়োগ, প্রযুক্তি, জ্বালানি এবং মানবসম্পদ সংক্রান্ত আলোচনাও হতে পারে দুই দেশের রাষ্ট্রনেতাদের।

প্রসঙ্গত, মাসখানেক আগেই ভারতের ‘বন্ধু’ দেশ সৌদি আরবের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি করেছে পাকিস্তান। দুই দেশের মধ্যে স্বাক্ষরিত হয়েছে ‘কৌশলগত এবং পারস্পরিক প্রতিরক্ষা চুক্তি’। এতে বলা হয়েছে, পাকিস্তান এবং সৌদি আরবের মধ্যে কোনও একটি দেশ যদি অন্য কোনও দেশের আগ্রাসনের শিকার হয়, তা হলে তা দুই দেশের উপরেই আঘাত হিসাবে দেখা হবে। সেই আবহে এ বার সৌদি আরবে যাচ্ছেন শাহবাজ়।

Pakistan Pakistan PM Shahbaz Sharif Saudi Arabia
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy