ব্র্যাডফোর্ডের একটি প্রতিবাদ মিছিল থেকে পাকিস্তানের সেনা সর্বাধিনায়ক ফিল্ড মার্শাল আসিম মুনিরের মৃত্যুর ‘সম্ভাবনা’ নিয়ে মন্তব্য করেছিলেন এক মহিলা। সেই ভিডিয়ো সমাজমাধ্যমে প্রকাশ্যে আসতেই পাকিস্তানে ব্রিটেনের ডেপুটি হাই কমিশনার ম্যাট ক্যানেলকে তলব করল ইসলামাবাদ।
সম্প্রতি সমাজমাধ্যমে একটি ভিডিয়ো ছড়িয়ে পড়ে। তাতে দেখা গিয়েছে, উত্তর ইংল্যান্ডের ব্র্যাডফোর্ডের একটি মিছিল থেকে এক মহিলা বলছেন, “গাড়ি বিস্ফোরণে পাকিস্তানের সেনা প্রধান আসিম মুনির নিহত হতে পারেন।” এমন মন্তব্য ওই মহিলা কী করে করতে পারেন, তা কোনও ধরনের হুমকি-বার্তা ছিল কি না, তা খতিয়ে দেখতেই ম্যাটকে তলব করা হয়েছে বলে খবর সূত্রের।
পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানের সমর্থনে ওই মিছিল আয়োজিত হয়েছিল ব্র্যাডফোর্ডে। মূলত ব্রিটেনের বাসিন্দারাই উপস্থিত ছিলেন। ভিডিয়োটি প্রকাশ্যে আসতেই পাকিস্তানের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তালাল চৌধুরী বলেন, “ইমরান খানের দল (পাকিস্তানের) সেনার বিরুদ্ধে সাধারণ নাগরিককে উস্কানি দিচ্ছে। তবে ব্র্যাডফোর্ডের মিছিল সব সীমা পার করে গিয়েছে। এমন আচরণকে বাক্স্বাধীনতা বলা যায় না।”
অন্য দিকে, দেশের কর্মসংস্থানের পরিস্থিতি নিয়ে মন্তব্য করে ফের কটাক্ষের মুখে পড়লেন মুনির। সম্প্রতি প্রকাশিত একটি রিপোর্ট থেকে জানা গিয়েছে, গত দু’বছরের মধ্যে পাকিস্তান থেকে পাঁচ হাজার চিকিৎসক, ১১ হাজার ইঞ্জিনিয়ার ও ১৩ হাজার অ্যাকাউন্ট্যান্ট চলে গিয়েছেন। এ বছরও একই হাল। এমন উদ্বেগজনক পরিসংখ্যান সামনে এলেও তা নিয়ে কার্যত গর্ব করে মুনির গত অগস্ট মাসে বলেন, দেশ ছেড়ে মানুষ চলে যাওয়ার অর্থ হল পাকিস্তানের ‘ব্রেন গেন’। অর্থাৎ, অন্য দেশে মেধাবী লোকজন চলে গেলে পাকিস্তানেরই লাভহবে বেশি।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)