Advertisement
২২ সেপ্টেম্বর ২০২৩

নিষিদ্ধ ঘোষণা হতে পারে টুইটার, পাক সতর্কবার্তা

সোশ্যাল মিডিয়াকে নিষিদ্ধ করা পাকিস্তানে নতুন নয়। ২০০৮ সালে দু’বার ফেসবুককে নিষিদ্ধ করা হয়।

প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

সংবাদ সংস্থা
ইসলামাবাদ শেষ আপডেট: ১৭ অগস্ট ২০১৮ ০৩:১২
Share: Save:

আপত্তিকর বিষয়বস্তু দেওয়া না আটকালে তাদের নিষিদ্ধ ঘোষণা করা হবে, টুইটারকে সতর্ক করে দিল পাকিস্তান।

সোশ্যাল মিডিয়াকে নিষিদ্ধ করা পাকিস্তানে নতুন নয়। ২০০৮ সালে দু’বার ফেসবুককে নিষিদ্ধ করা হয়। পরে আবার ২০১০-এ। ২০১২ সালে ইউটিউব ব্লক করে দিয়েছিল ‘পাকিস্তান টেলিকমিউনিকেশন অথরিটি’ (পিটিএ)। দু’বছর ইউটিউব খোলা যায়নি পাকিস্তানে।

ইসলামাবাদ হাইকোর্টের নির্দেশ মতো এ দিন ক্যাবিনেট সেক্রেটেরিয়েট-এ সেনেট স্ট্যান্ডিং কমিটিকে পিটিএ জানায়, ফেসবুক, ইউটিউব, অন্য সোশ্যাল মিডিয়াগুলো যখন সরকারের সমস্ত অনুরোধ মেনে চলছে, তখন টুইটার কেন অবজ্ঞা করবে! পিটিএ-এর ইন্টারনেট পলিসি অ্যান্ড ওয়েব অ্যানালিসিস বিভাগের ডিরেক্টর জেনারেল নিসার আহমেদ বলেন, ‘‘শতাধিক অনুরোধের মধ্যে মেরেকেট ৫% রেখেছে ওরা। বাকি সমস্ত অনুরোধ উপেক্ষা করেছে।’’

পিটিএ আরও জানিয়েছে, কোর্টের নির্দেশ টুইটারকে জানিয়ে দেওয়া হয়েছে। কিন্তু এখনও পর্যন্ত কোনও জবাব মেলেনি সংস্থাটির পক্ষ থেকে। আহমেদ বলেন, ‘‘চূড়ান্ত নোটিসের জবাব না দিলে নিয়ন্ত্রক সংস্থা আদালতের নির্দেশ পালন করবে। টুইটারকে শিক্ষা দিতে দৃঢ়প্রতিজ্ঞ কোর্ট। কথা না মানলে ব্যবসা হারাতেই হবে।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement

Share this article

CLOSE