Advertisement
১৯ এপ্রিল ২০২৪

নিয়ন্ত্রণরেখায় পাঁচিল, নালিশ পাকিস্তানের

সীমান্তরক্ষী বাহিনীর ডিজি পর্যায়ের বৈঠকের পর দু’দেশের সুসম্পর্ক কিছুটা হলেও ফিরেছিল। কিন্তু ফের কাটল সুর। ভারত নিয়ন্ত্রণরেখা বরাবর পাঁচিল তোলার ভাবনা-চিন্তা করছে বলে অভিযোগ করে রাষ্ট্রপুঞ্জের দ্বারস্থ হল পাকিস্তান।

সংবাদ সংস্থা
রাষ্ট্রপুঞ্জ শেষ আপডেট: ২৬ সেপ্টেম্বর ২০১৫ ০৩:১৮
Share: Save:

সীমান্তরক্ষী বাহিনীর ডিজি পর্যায়ের বৈঠকের পর দু’দেশের সুসম্পর্ক কিছুটা হলেও ফিরেছিল। কিন্তু ফের কাটল সুর। ভারত নিয়ন্ত্রণরেখা বরাবর পাঁচিল তোলার ভাবনা-চিন্তা করছে বলে অভিযোগ করে রাষ্ট্রপুঞ্জের দ্বারস্থ হল পাকিস্তান। ঘটনাচক্রে সেই সময়ে, যখন দিন কয়েকের মধ্যেই রাষ্ট্রপুঞ্জের সাধারণ সভায় মুখোমুখি হতে চলেছেন দু’দেশের প্রধানমন্ত্রী।

গত ৪ এবং ৯ সেপ্টেম্বর রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদের প্রেসিডেন্ট ভিটালি চারকিনকে দু’টি চিঠি লিখেছে পাকিস্তান। রাষ্ট্রপুঞ্জে নিযুক্ত পাক রাষ্ট্রদূত মালিহা লোধি তাতে অভিযোগ করেছেন, ১৯৭ কিলোমিটার লম্বা ও দশ মিটার উঁচু ওই পাঁচিল তৈরি করে নিয়ন্ত্রণরেখা বরাবর ভারত কার্যত আন্তর্জাতিক সীমান্তই তৈরি করতে চাইছে। লোধির অভিযোগ, জম্মু-কাশ্মীর আন্তর্জাতিক ভাবে চিহ্নিত একটি বিতর্কিত এলাকা। সেখানে পাঁচিল তোলার মতো কাজ করা মানে রাষ্ট্রপুঞ্জের প্রস্তাবকে অসম্মান করা।

এই অভিযোগের পাল্টা সরাসরি কোনও প্রতিক্রিয়া জানায়নি নয়াদিল্লি। বিদেশ মন্ত্রকের মুখপাত্র বিকাশ স্বরূপ জানিয়েছেন, রাষ্ট্রপুঞ্জের তরফে যদি তাঁদের কিছু জানানো হয়, সে ক্ষেত্রেই উপযুক্ত সময়ে তার উত্তর দেবে ভারত। না হলে ধরে নিতে হবে যে, রাষ্ট্রপুঞ্জও পাকিস্তানের এই চিঠিকে তেমন গুরুত্ব দিচ্ছে না। তবে লোধির ওই চিঠির বিষয়বস্তু পরস্পরবিরোধী বলে অভিযোগ করেছেন স্বরূপ। ভারতের বিদেশ মন্ত্রকের মুখপাত্রের বক্তব্য, ‘‘৪ তারিখে লেখা চিঠিটিতে লোধি অভিযোগ করেছেন, ভারত-পাক কোনও দ্বিপাক্ষিক আলোচনাই হয়নি। অথচ ইতিমধ্যে দু’দেশের সীমান্তরক্ষী বাহিনীর কথা হয়েছে।’’ আর ৯ তারিখে লেখা দ্বিতীয় চিঠিটির প্রসঙ্গে স্বরূপের বক্তব্য, ‘‘সম্ভবত হিজবুল মুজাহিদিন প্রধান সৈয়দ সালাউদ্দিনের বক্তব্যের প্রেক্ষিতেই এমন একটা অভিযোগ তুলেছে পাকিস্তান।’’ সালাউদ্দিনকে যে নয়াদিল্লি আন্তর্জাতিক সন্ত্রাসবাদী হিসেবে দেখে, সে কথাও জানাতে ভোলেননি তিনি।

আপাতত দু’দেশের প্রধানমন্ত্রীই আমেরিকায়। আগামী ৩০ সেপ্টেম্বর রাষ্ট্রপুঞ্জের সাধারণ সভায় বক্তৃতা দেবেন পাক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ। গত কালই নিউ ইয়র্কে পৌঁছেছেন তিনি। আর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজই বক্তৃতা দিয়েছেন রাষ্ট্রপুঞ্জের সাধারণ সভায়। স্থায়ী উন্নয়ন সংক্রান্ত ওই শীর্ষ সম্মেলনে তিনি বলেছেন, ‘‘রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদের সংস্কার করা প্রয়োজন, যাতে তার বিশ্বাসযোগ্যতা বজায় থাকে।’’ নিজের বক্তৃতায় বিশ্বভ্রাতৃত্বের ডাক দিয়েছেন তিনি।

প্রধানমন্ত্রীর পর বিদেশমন্ত্রী সুষমা স্বরাজেরও রাষ্ট্রপুঞ্জে বক্তৃতা দেওয়ার কথা। অনেকের মতে, সেই বক্তৃতাতেই সন্ত্রাস নিয়ে পাকিস্তানের উপরে চাপ বাড়াবেন তিনি। মোদীর সফরের আগেই আমেরিকার সঙ্গে যৌথ বিবৃতি জারি করে সেই কাজ এগিয়ে রেখেছে দিল্লি।

আবার শরিফও আন্তর্জাতিক মঞ্চে কাশ্মীর প্রসঙ্গ টেনে ভারতকে পাল্টা চাপে রাখার চেষ্টা চালাবেন বলে মনে করা হচ্ছে। এই কারণেই চলতি সফরে এক হোটেলে থাকা সত্ত্বেও দুই পড়শি দেশের প্রধানের আলোচনার টেবিলে বসার সম্ভাবনা ক্ষীণ দেখাচ্ছে। দু’দেশের বিদেশ মন্ত্রকও জানিয়ে দিয়েছে, শীর্ষ বৈঠকের কোনও সম্ভাবনা আপাতত নেই। তবে রাষ্ট্রপুঞ্জের মহাসচিব বান কি মুন আজই বলেছেন, ভারত-পাক প্রধানমন্ত্রীদের আলোচনায় বসার সবচেয়ে উপযুক্ত সময় এটাই।

এই পরিস্থিতিতে আজ সীমান্তে অবশ্য ইদের মিষ্টি বিনিময় হয়েছে। ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রকের মুখপাত্র মনীশ মেটা জানিয়েছেন, জম্মু-কাশ্মীরের পুঞ্চ জেলার চাকান দা বাগ এবং মেন্ধারে আজ মিষ্টি ও শুকনো ফল বিনিময় করেছে দু’দেশের সেনা।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Pakistan UN LoC India
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE