স্বাধীনতাপন্থী সশস্ত্র গোষ্ঠী হামসের বিরুদ্ধে সুর চড়ালেন প্যালেস্টাইন স্বশাসিত কর্তৃপক্ষের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস। মঙ্গলবার তিনি বলেন, ‘‘গাজ়ায় প্রাণহানি এড়াতে হলে হামাসের নিরস্ত্রীকরণ প্রয়োজন।’’
সেই সঙ্গে তিনি জানিয়েছেন, গাজ়ায় শান্তি প্রতিষ্ঠার জন্য আন্তর্জাতিক শান্তিরক্ষা বাহিনী মোতায়েন করা প্রয়োজন। তাৎপর্যপূর্ণ ভাবে মঙ্গলবার ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল মাক্রোঁর সঙ্গে বৈঠকের পরে ২০২৩ সালের ৭ অক্টোবর ইজ়রায়েলি ভূখণ্ডে হামাসের হামলারও কড়়া সমালোচনা করেন আব্বাস।
প্রসঙ্গত, প্যালেস্টাইনি স্বাধীনতা আন্দোলনের কিংবদন্তি নেতা, প্রয়াত ইরাসের আরাফতের গড়া সংগঠন ‘ফাতা’-র নেতৃত্বাধীন জোট ‘প্যালেস্তাইন লিবারেশন অর্গানাইজেশন’ (পিএলও)-এর নিয়ন্ত্রণে রয়েছে ওয়েস্ট ব্যাঙ্ক ভূখণ্ড। আন্তর্জাতিক স্বীকৃতিপ্রাপ্ত স্বশাসিত প্যালেস্তাইন কর্তৃপক্ষ সেখানকার প্রশাসন পরিচালনা করেন। আব্বাসই স্বশাসিত প্যালেস্তাইন কর্তৃপক্ষের নির্বাচিত প্রেসিডেন্ট। ইজ়রায়েল সেনা অবশ্য আন্তর্জাতিক জনমত উপেক্ষা করেই দীর্ঘ দিন ধরে ওয়েস্ট ব্যাঙ্কের একাংশ দখল করে রয়েছে। একদা গাজ়ার নিয়ন্ত্রণও আরাফত অনুগামীদের হাতে ছিল। কিন্তু ২০০৭ সালে ‘গৃহযুদ্ধে’ কট্টরপন্থী হামাস বাহিনী পিএলও-কে পরাস্ত করে গাজ়ার দখল নিয়েছিল।