চুপি চুপি গ্রেফতার করে আদালতেও তোলা হয়ে গিয়েছে!
তার এক দিন পর খবর পাওয়া গেল, পঠানকোটে বিমানবাহিনীর ঘাঁটিতে জঙ্গি হামলার ঘটনায় জড়িত সন্দেহে তিন জনকে গ্রেফতার করা হয়েছে পাকিস্তানে।
প্রতিবেশী দেশের গুজরানওয়ালা প্রদেশের সংবাদ মাধ্যম আজ এই খবর দিয়েছে। শনিবার ধৃত তিন জঙ্গিকে ৬ দিনের জন্য পুলিশি হেফাজতে রাখার নির্দেশ দিয়েছে সন্ত্রাসদমন আদালত। যদিও ইসলামাবাদের তরফে সরকারি ভাবে ওই খবর এখনও দিল্লিকে জানানো হয়নি।
আরও পড়ুন- দু’কেজি চাল পেলে সন্তান বেচতে রাজি সিরিয়ার মা
পাক সংবাদ মাধ্যমের খবর, তিন জঙ্গি খালিদ মাহমুদ, ইরশাদুল হক ও মহম্মদ শোয়েইবকে লাহোর থেকে ৭০ কিলোমিটার দূরে একটি বাড়ি থেকে শুক্রবার গভীর রাতে গ্রেফতার করা হয়। তারা ওই এলাকায় একটি বাড়িতে দু’টি ঘর ভাড়া নিয়েছিল।