Advertisement
০৯ মে ২০২৪

পেশোয়ারে স্কুলে হামলার অভিযোগে ৬ জনের প্রাণদণ্ড

পাকিস্তানের পেশোয়ারের সেনা স্কুলে হামলার ঘটনায় জড়িত ছ’জনের মৃত্যুদণ্ডের আদেশ দিল সামরিক আদালত। বৃহস্পতিবার এই আদেশের কথা ঘোষণা করেন সেনাকর্তা রাহেল শরিফ। ২০১৪-র ডিসেম্বরে পেশোয়ারের সেনা স্কুলে হামলা চালায় জঙ্গিরা। এই হামলায় ১৫১ জনের প্রাণ যায়। এর মধ্যে অধিকাংশই স্কুলপড়ুয়া। তেহরিক-ই-তালিবান এই ঘটনার দায় স্বীকার করে।

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ১৩ অগস্ট ২০১৫ ২০:১৭
Share: Save:

পাকিস্তানের পেশোয়ারের সেনা স্কুলে হামলার ঘটনায় জড়িত ছ’জনের মৃত্যুদণ্ডের আদেশ দিল সামরিক আদালত। বৃহস্পতিবার এই আদেশের কথা ঘোষণা করেন সেনাকর্তা রাহেল শরিফ। ২০১৪-র ডিসেম্বরে পেশোয়ারের সেনা স্কুলে হামলা চালায় জঙ্গিরা। এই হামলায় ১৫১ জনের প্রাণ যায়। এর মধ্যে অধিকাংশই স্কুলপড়ুয়া। তেহরিক-ই-তালিবান এই ঘটনার দায় স্বীকার করে।

এই ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে বেশ কয়েক জনকে গ্রেফতার করা হয়। এই ঘটনার বিচারের জন্য সামরিক আদালত গঠন করা হয়। এ জন্য পাকিস্তানের সংসদে সংবিধান সংশোধনের প্রস্তাবও পাশ করা হয়। পরে পাকিস্তানের সুপ্রিম কোর্ট এই আদালতের গঠনকে মান্যতা দেয়। এ দিন সেই বিচারের রায় ঘোষণা করা হল। এই রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আবেদনে সুযোগ পাবে অভিযুক্তরা।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE