বাংলাদেশের বিদেশ উপদেষ্টা তৌহিদ হোসেনের সঙ্গে ফোনে কথা বললেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী তথা বিদেশমন্ত্রী মহম্মদ ইশাক দার। ফোন-কথোপকথনে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির বার্তা দিয়েছেন তাঁরা। এশিয়া, বিশেষত পশ্চিম এশিয়ার বর্তমান পরিস্থিতি নিয়েও কথা হয়েছে দু’জনের মধ্যে।
পাকিস্তানের বিদেশ মন্ত্রকের তরফে জানানো হয়েছে, পরিবর্তিত ভূরাজনৈতিক পরিস্থিতিতে নিবিড় যোগাযোগ বজায় রাখার ব্যাপারে সম্মত হয়েছে ঢাকা এবং পাকিস্তান। বাংলাদেশের সংবাদসংস্থাগুলির তরফে জানানো হয়েছে, ফোনালাপে দুই নেতা দ্বিপাক্ষিক নানা বিষয়ে সহযোগিতা বৃদ্ধির কথা বলেছেন।
২০২৪ সালের ৯ অগস্ট গণবিক্ষোভের মাঝে বাংলাদেশের প্রধানমন্ত্রী পদ থেকে ইস্তফা দিয়ে দেশ ছাড়েন শেখ হাসিনা। আপাতত দেশটির পরিচালনার দায়িত্বে রয়েছে মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার। ইউনূসের আমলে পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের ঘনিষ্ঠতা বৃদ্ধি পেয়েছে। সম্প্রতি ঢাকা থেকে করাচি পর্যন্ত সরাসরি বিমান চলাচলের অনুমতিও দিয়েছে ইসলামাবাদ।