Advertisement
E-Paper

বিশ্বের সবচেয়ে নিরাপদ ১০ শহর

শান্তি চান? ঘুরে আসুন উত্তর আতলান্তিকের কোলে প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর আইসল্যান্ড থেকে। সিডনির ‘ইনস্টিউট ফর ইকোনমিক্স অ্যান্ড পিস’-এর বিচারে বিশ্বের ১০টি শান্তির দেশের মধ্যে শীর্ষস্থানে আছে এই দেশটি।

শেষ আপডেট: ২৬ জুন ২০১৫ ১৮:২৪

শান্তি চান? ঘুরে আসুন উত্তর আতলান্তিকের কোলে প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর আইসল্যান্ড থেকে। সিডনির ‘ইনস্টিউট ফর ইকনমিক্স অ্যান্ড পিস’-এর বিচারে বিশ্বের ১০টি শান্তির দেশের মধ্যে শীর্ষস্থানে আছে এই দেশটি। বাঙালিদের কাছে প্রসেনজিত্ অভিনীত ‘হনুমান ডট কম’-এর হাত ধরে ইতিমধ্যেই পরিচিত এই দেশটি। চলতি সমীক্ষার বিচারে প্রথম দশের মধ্যে আইসল্যান্ড ছাড়াও আছে ইউরোপের আরও ৬টি দেশ। ২০০৭ সাল থেকে এই সমীক্ষা চালাচ্ছে এই সংস্থাটি। ১৬২টি দেশের উপর চালানো হয়েছে এই সমীক্ষাটি। বিনিয়োগে নিরিখে মোদীর ভারত উদ্যোগপতিদের পছন্দের জায়গা হলেও শান্তির নিরিখে ভারতের স্থান তলানির দিকে। ভারত আছে ১৪৩তম স্থানে। প্রতিবেশী দেশ ভুটান আছে ১৮তম স্থানে। সব শেষে আছে যুদ্ধবিধ্বস্ত সিরিয়া।

এএফপি-র তোলা ছবি।

নীচের গ্যালারিতে তালিকার প্রথম দশটি শহরের ছবি

ten most secure cities secure cities world ten secure cities MostReadStories
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy