ক্যারিবিয়ান দ্বীপের সেন্ট বার্টস্ বিমানবন্দরের আশেপাশে ঘুরে ঘুরে ছবি তুলছিলেন তিনি। খুব কাছ থেকে বিমানের ওঠানামার ভিডিও তুলতে মগ্ন হয়ে ছিলেন। জানতেন না এই বিমানবন্দরে কতটা নিচু দিয়ে বিমান ওঠানামা করে। ফল হতে যাচ্ছিল ভয়ঙ্কর। ওই মার্কিন পর্যটকের প্রায় মাথা ছুঁয়ে হুস করে বেরিয়ে গেল একটি বিমান। একটুর জন্য প্রাণে বাঁচলেন।
আরও পড়ুন: বিশ্বের এক ডজন বিপজ্জনক বিমানবন্দর
মাথা ঘেঁষে বেরিয়ে যাওয়া এই মৃত্যুকে অবশ্য তোয়াক্কা করছেন না এই পর্যটক। উপরন্তু বিমানের নেমে আসার ৩৬০ ডিগ্রি ভিডিও পেয়ে তিনি আহ্লাদে আটখানা যাকে বলে।
দেখুন সেই ভিডিও:
ইউটিউবের সৌজন্যে।