Advertisement
১০ অক্টোবর ২০২৪

নিউজ়িল্যান্ডে আজ ‘ভাল থাকার’ বাজেট

শিশুদের দারিদ্র, যৌন অত্যাচার থেকে মহিলাদের রক্ষা করা, গৃহহীনদের মাথার উপরে ছাদ করে দেওয়ার ব্যবস্থা করতে বদ্ধপরিকর লেবার পার্টির নেতৃত্বাধীন জোট সরকার। এ বারের বাজেটে সেই মতো আলাদা বরাদ্দ থাকবে বলেও ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী।

ছবি রয়টার্স।

ছবি রয়টার্স।

সংবাদ সংস্থা
ওয়েলিংটন শেষ আপডেট: ৩০ মে ২০১৯ ০৩:৩৩
Share: Save:

দাভোসের আন্তর্জাতিক অর্থনৈতিক মঞ্চেই তিনি ঘোষণা করেছিলেন, এ বছরের বাজেটে নতুন চমক দেখবে তাঁর দেশ। সেই কথা মতোই আগামিকাল বাজেট পেশ করতে চলেছেন নিউজ়িল্যান্ডের প্রধানমন্ত্রী জেসিন্ডা আর্ডের্ন। আর এ বারই প্রথম নিউজ়িল্যান্ডে পেশ হতে চলেছে ‘ভাল থাকার’ বাজেট। জিডিপি আর অর্থনৈতিক বৃদ্ধির পরিসংখ্যানগত সাফল্যের থেকে দেশবাসীর ভাল থাকাই তাঁর কাছে সব চেয়ে বেশি গুরুত্বপূর্ণ বলে মনে করেন জেসিন্ডা। সেই ভাবনা থেকেই এ বার সরকার ‘ওয়েলবিয়িং’ বাজেট তৈরি করেছে বলে দাবি তাঁর।

শিশুদের দারিদ্র, যৌন অত্যাচার থেকে মহিলাদের রক্ষা করা, গৃহহীনদের মাথার উপরে ছাদ করে দেওয়ার ব্যবস্থা করতে বদ্ধপরিকর লেবার পার্টির নেতৃত্বাধীন জোট সরকার। এ বারের বাজেটে সেই মতো আলাদা বরাদ্দ থাকবে বলেও ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী। পারিবারিক হিংসার শিকার মহিলাদের জন্য তাঁর সরকার ইতিমধ্যেই বরাদ্দ করেছে বলে গত সপ্তাহেই টুইট করেন জেসিন্ডা।

মাত্র দু’বছর হল নিউজ়িল্যান্ডে ক্ষমতায় এসেছেন ৩৮-এর জেসিন্ডা। আর এর মধ্যেই গতানুগতিক ছক ভাঙতে শুরু করেছেন তিনি। ক্রাইস্টচার্চের মসজিদে জঙ্গি হামলার পরে গোটা বিশ্বের তাবড় নেতারা জেসিন্ডার ভূমিকার প্রশংসা করেছিলেন। এ বার তাই তাঁরই দেশের মানুষ মুখিয়ে রয়েছেন নতুন বাজেটে কী চমক থাকে, সেটা দেখার জন্য। ওয়েলিংটনের একটি স্কুলের প্রিন্সিপাল মার্ক পটার। তিনি জানালেন, তাঁর স্কুলের অনেক শিশুই ভাল করে খেতে পায় না, ঘুমোতে পারে না। পড়ুয়াদের একটা বড় অংশের বাবা-মায়ের কাছে মাথা গোঁজার আশ্রয়টুকুও নেই। এই অবস্থায় প্রধানমন্ত্রী শিশুদের জন্য কী ধরনের বরাদ্দ করবেন, তা জানতে আগ্রহী পটার।

তবে বিরোধীরা এখন থেকেই উল্টো সুর গাইতে শুরু করেছেন। গত কালই বাজেটের মূল কথাগুলি বিস্তারিত ভাবে ২০ পাতায় প্রকাশ করেছেন তাঁরা। যেটা দেখিয়ে তাঁদের বক্তব্য, জেসিন্ডা সরকারের বাজেটের কোনও সারবত্তা নেই। প্রতিরক্ষা, আন্তর্জাতিক ত্রাণে নিউজ়িল্যান্ড সরকার কত ডলার বরাদ্দ করেছে, তার হিসেব দেখিয়ে বিরোধী দল ন্যাশনাল পার্টির নেতা সাইমন ব্রিজেসের মন্তব্য, ‘‘ভাল থাকাটা এই সরকাররে জন্য আদৌ গুরুত্বপূর্ণ নয়।’’ যদিও অর্থমন্ত্রী গ্রান্ট রবার্টসন পাল্টা জানিয়েছেন, বিরোধীদের পেশ করা তথ্য একেবারেই ভুল। সরকারি বাজেটের মতো অত্যন্ত গোপনীয় তথ্য প্রকাশ্যে কী করে এল, সেই প্রশ্নও তুলেছেন অনেকে। কেউ যদি সত্যিই তা ফাঁস করে থাকেন, সেটা জেসিন্ডা সরকারের পক্ষে ভাল লক্ষণ নয় বলেই মনে করছেন অনেকে।

অন্য বিষয়গুলি:

Jacinda Ardern New Zealand Budget
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE