ইটালি সফরের দ্বিতীয় দিনে ভ্যাটিকান সিটিতে গিয়ে পোপ দ্বিতীয় ফ্রান্সিসের সঙ্গে সাক্ষাৎ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শনিবার জি-২০ শীর্ষ সম্মেলনের আগে তিনি ভ্যাটিকানে গিয়ে পোপকে ভারত সফরে আসার আমন্ত্রণ জানিয়েছেন।
ভ্যাটিকান প্রধানকে আলিঙ্গনের ছবি পোস্ট করে টুইটারে মোদী লেখেন, ‘পোপ ফ্রান্সিসের সঙ্গে সাক্ষাতে ছিল উষ্ণতার ছোঁয়া। তাঁর সঙ্গে নানা বিষয় নিয়ে আলোচনার সুযোগ পেয়েছি। তাঁকে ভারতে আসার আমন্ত্রণও জানিয়েছি।’ সাক্ষাতের পরে রোমে গিয়ে জি-২০ শীর্ষ সম্মেলনে যোগ দেন মোদী।