লক্ষ্য ছিল ইউক্রেন। কিন্তু প্রতিবেশী দেশ পোল্যান্ডের আকাশসীমায় ঢুকে পড়ল রুশ ড্রোন! সতর্ক হল সেনা। জাতীয় নিরাপত্তার কথা মাথায় রেখে বন্ধ করে দেওয়া হল দেশের চারটি গুরুত্বপূর্ণ বিমানবন্দরও।
স্থানীয় সময় অনুযায়ী বুধবার সকালে পোল্যান্ডের সেনাবাহিনী জানিয়েছে, ইউক্রেনে রাশিয়ার আক্রমণের সময় যে ড্রোনগুলি পোল্যান্ডের আকাশসীমা লঙ্ঘন করেছিল, সেগুলিকে নিষ্ক্রিয় করা হয়েছে। পোল্যান্ডের অপারেশনাল কমান্ডের এক বিবৃতিতে বলা হয়েছে, ‘‘ড্রোনগুলি চিহ্নিত করার কাজ চলছে। বায়ুসেনার বিমান পরিস্থিতি মোকাবিলার জন্য প্রস্তুত রয়েছে। স্থলভিত্তিক বিমান প্রতিরক্ষা এবং রেডার ব্যবস্থাও সর্বোচ্চ প্রস্তুতির পর্যায়ে আনা হয়েছে।’’ ড্রোনের ধরন কিংবা সংখ্যা সম্পর্কে বিস্তারিত তথ্য না দেওয়া হলেও সেনাবাহিনীর তরফে জানানো হয়েছে, সামরিক অভিযান চলছে। দেশের নাগরিকদের বিশেষ প্রয়োজন ছাড়া ঘরের বাইরে না বেরোনোর পরামর্শ দেওয়া হয়েছে।
আরও পড়ুন:
বুধবার ওয়ারশতে অবস্থিত পোল্যান্ডের প্রধান বিমানবন্দর চোপিন ‘জাতীয় নিরাপত্তা সংক্রান্ত অপ্রত্যাশিত সামরিক কার্যক্রমের কারণে’ বন্ধ করে দেওয়া হয়েছে। পাশাপাশি, বন্ধ করে দেওয়া হয়েছে আরও চারটি বিমানবন্দর। মার্কিন ফেডারেল অ্যাভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন জানিয়েছে, এই মুহূর্তে পোল্যান্ডের দক্ষিণ-পূর্বে অবস্থিত রেজেসো-জাসিওনকা বিমানবন্দরও বন্ধ, যা ইউক্রেনে যাত্রী পরিবহনের অন্যতম কেন্দ্রস্থল।
আমেরিকার নেতৃত্বাধীন সামরিক জোট নেটোর (নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজ়েশন) সদস্য দেশ পোল্যান্ড। মার্কিন বিদেশমন্ত্রী মার্কো রুবিও জানিয়েছেন, তিনি পোল্যান্ডে রুশ ড্রোনহামলা সংক্রান্ত খবর শুনেছেন। ইতিমধ্যে, পোল্যান্ডের প্রধানমন্ত্রী ডোনাল্ড টাস্ক জানিয়েছেন, দেশের আকাশসীমা লঙ্ঘনের বিষয়টি নেটো-কে জানানো হয়েছে। পোল্যান্ডের তরফে কী কী পদক্ষেপ করা হচ্ছে, জানানো হয়েছে তা-ও।