জন্মাষ্টমী উপলক্ষে চট্টগ্রামে শোভাযাত্রা চলাকালীন সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময়কৃষ্ণ দাস ব্রহ্মচারীর মুক্তির দাবিতে প্ল্যাকার্ড প্রদর্শন ও স্লোগান দেওয়ার অভিযোগে ৬ জনকে আটক করল পুলিশ।
শনিবার দুপুরে শোভযাত্রাটি আন্দরকিল্লা মোড় থেকে শুরু হয়ে লালদিঘি পাড় হয়ে নিউমার্কেট ও বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ঘুরে জে এম সেন হল প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। শোভাযাত্রার সময় সেখান থেকে ৬ জনকে আটক করার কথা জানিয়েছেন কোতোয়ালি থানার ওসিআবদুল করিম।
করিম বলেন, “শোভাযাত্রা চলাকালীন ৬ জনকে হেফাজতে নেওয়া হয়েছে। তাদের কাছ থেকে চিন্ময়কৃষ্ণের মুক্তির দাবি লেখা প্ল্যাকার্ডও উদ্ধার করা হয়েছে।” তিনি আরও বলেন, “উদ্যাপন পরিষদ আগেই পুলিশকে সতর্ক থাকতে বলেছিল, যাতে কোনও বিশৃঙ্খলা না ঘটে। তাই পুলিশও তৈরি ছিল।’’
অন্য দিকে এই প্রসঙ্গে জন্মাষ্টমী উদ্যাপন পরিষদের সাধারণ সম্পাদক আর কে দাশ রুপু বলেন, “আটকের বিষয়ে আমরা কিছুই জানতাম না। খোঁজখবর নিচ্ছি।’’ শোভাযাত্রায় দায়িত্বে থাকা এক স্বেচ্ছাসেবক জানান, “আমরা দেখেছি কয়েক জন ভিড়ের মধ্যে হঠাৎই চিন্ময়কৃষ্ণের মুক্তির দাবিতে স্লোগান দিচ্ছিল। এর পরই পুলিশ এসে তাদের ধরেনিয়ে যায়।’’
বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময়কৃষ্ণ দাস ব্রহ্মচারী একাধিক মামলায় কারাগারে রয়েছেন। গত বছরের ৩১ অক্টোবর চট্টগ্রাম নগরের চান্দগাঁও মোহরা ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ফিরোজ খান কোতোয়ালি থানায় চিন্ময়কৃষ্ণ-সহ ১৯ জনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগে মামলা করেন। এর পর চিন্ময়কৃষ্ণকে ঢাকা থেকে গ্রেফতার করা হয়।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)