Advertisement
১৯ এপ্রিল ২০২৪

উষ্ণায়ন নিয়ে কড়া বার্তা পোপের

উষ্ণায়নের জন্য ‘অসম’ আর্থিক ব্যবস্থাকে দায়ী করে কড়া বার্তা দিলেন পোপ ফ্রান্সিস। বিশ্বে প্রচলিত আর্থিক ব্যবস্থায় কেবল গরিবকে শোষণ করে আবর্জনার স্তূপ বাড়ানো হচ্ছে বলে মন্তব্য করেছেন তিনি। এই প্রথম পরিবেশ নিয়ে শিক্ষা নথি (এনসাইক্লিক্যাল) প্রকাশ করেছে ভ্যাটিকান।

প্রকাশিত শিক্ষা নথি।

প্রকাশিত শিক্ষা নথি।

সংবাদ সংস্থা
ভ্যাটিকান সিটি শেষ আপডেট: ১৯ জুন ২০১৫ ০২:৪৮
Share: Save:

উষ্ণায়নের জন্য ‘অসম’ আর্থিক ব্যবস্থাকে দায়ী করে কড়া বার্তা দিলেন পোপ ফ্রান্সিস। বিশ্বে প্রচলিত আর্থিক ব্যবস্থায় কেবল গরিবকে শোষণ করে আবর্জনার স্তূপ বাড়ানো হচ্ছে বলে মন্তব্য করেছেন তিনি। এই প্রথম পরিবেশ নিয়ে শিক্ষা নথি (এনসাইক্লিক্যাল) প্রকাশ করেছে ভ্যাটিকান।

ওই নথিতে উষ্ণায়ন তথা জলবায়ু পরিবর্তনের বিজ্ঞানের বিশদ ব্যাখ্যা দিয়েছেন পোপ। তাঁর মতে, জীবাশ্ম জ্বালানির উপরে নির্ভর করে এক অসম আর্থিক ব্যবস্থা চলছে। তাতে সবচেয়ে বেশি ক্ষতি হচ্ছে গরিব মানুষের। পরিবেশ রক্ষা করতে মাঝামাঝি কোনও ব্যবস্থা নেওয়া যায় না বলেও মন্তব্য করেছেন তিনি। পোপের কথায়, ‘‘ঈশ্বরের সৃষ্টিকে ভবিষ্যৎ প্রজন্মের জন্য রক্ষা করতে সব ধর্মে বিশ্বাসী, এমনকী নাস্তিকদেরও সচেতন হতে হবে।’’

রাষ্ট্রপুঞ্জে জলবায়ু পরিবর্তন নিয়ে বিতর্ক চলছে দীর্ঘদিন। পোপের এই মন্তব্য সেই বিতর্কে বড় প্রভাব ফেলবে বলে মনে করা হচ্ছে। কারণ, পোপের এই বক্তব্যের গুরুত্ব পশ্চিমী দুনিয়ায় অনেক। পরিবেশ বিজ্ঞানী বীরভদ্রন রামনাথনের কথায়, ‘‘বিষয়টি আর রাজনীতির মধ্যে আটকে রইল না। মানুষকে বিজ্ঞান বোঝানো কঠিন। কিন্তু নৈতিকতার উপরে নির্ভর করে কোনও কথা বলা হলে মানুষ তাতে সাড়া দেন।’’


পোপ ফ্রান্সিস।

শক্তি উৎপাদনের সঙ্গে যুক্ত ব্যক্তিদের মুখে অবশ্য সমালোচনার সুর শোনা গিয়েছে। মুক্ত বাণিজ্যের সমর্থক একটি শক্তি গবেষণা সংস্থার কর্তা টমাস পাইল বলেন, ‘‘শক্তিসম্পদ আধুনিক জগতের ভিত্তি। খাবার তৈরি থেকে শুরু করে স্বাস্থ্য পরিষেবা-সব ক্ষেত্রেই শক্তিসম্পদ প্রয়োজন।’’

ছবি: এএফপি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE