Advertisement
০৫ মে ২০২৪
International news

পরিত্যক্ত বাড়ি ভাঙতে গিয়ে মিলল রাজার আমলের রাশি রাশি স্বর্ণমুদ্রা!

বাড়িটির মালিকের পরিচয় সামনে আসেনি। তবে ফরাসি আইন অনুযায়ী, ওই গুপ্তধন বাড়ির মালিক এবং আবিষ্কর্তার মধ্যে সমান ভাগ হবে।

প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ১১ জুন ২০১৮ ১৪:৫৬
Share: Save:

পরিত্যক্ত বাড়ি ভাঙতে গিয়ে মিলল রাশি রাশি স্বর্ণমুদ্রা! ঘটনাটি ঘটেছে ফ্রান্সের ব্রিটানি টাউনে। বাড়িটির মালিকের পরিচয় সামনে আসেনি। তবে ফরাসি আইন অনুযায়ী, ওই গুপ্তধন বাড়ির মালিক এবং আবিষ্কর্তার মধ্যে সমান ভাগ হবে।

ব্যাট’আইসল নামে একটি সংস্থা ওই বাড়িটি ভাঙার চুক্তি পেয়েছিল। সংস্থার কর্তা লরেন্ট লে বিহান এএফপিকে জানিয়েছেন পুরো ঘটনাটা। তিনি জানান, ওই বাড়িটি অনেক বছর ধরে ফাঁকাই পড়ে ছিল। বহু দিন সংস্কার না হওয়ায় তা ভগ্নপ্রায় হয়ে গিয়েছিল। সম্প্রতি বাড়িটির মালিক ওই সংস্থাটিকে তা ভাঙার বরাত দেন। সেই মতো দিন কয়েক আগে বাড়িটি ভাঙতে যায় ওই সংস্থা। ভাঙার কাজ চলার সময়ই এক কর্মী দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কার একটি কামানের গোলা দেখতে পান। সেটা হাতে নিয়ে বুঝতে পারেন ভিতরে কিছু আছে। ভেঙে দেখা যায়, একটা-দুটো নয়, পুরো ৬০০টা বেলজিয়ান সোনার কয়েন রয়েছে তার মধ্যে।

প্রতিটি কয়েনের পিছনে ১৮৭০ সাল লেখা। কয়েনের অন্য পিঠে বেলজিয়ামের রাজা দ্বিতীয় লিওপোল্ডের ছবি। দ্বিতীয় লিওপোল্ড ১৮৬৫ থেকে ১৯০৯ সাল পর্যন্ত রাজত্ব করেছিলেন। এই কয়েনগুলো যে খুবই দুর্মূল্য তখনই তা নিশ্চিত হয়ে যান ওই সংস্থার কর্তা। কিন্তু এর আনুমানিক মূল্য কত হতে পারে তা তখনও জানতেন না তিনি। পরে জানা যায়, ৬০০ বেলজিয়াম গোল্ড কয়েনের সম্মিলিত মূল্য এক লক্ষ ইউরো। ভারতীয় মুদ্রায় যা প্রায় ৮০ লক্ষ টাকা। কয়েনগুলো আপাতত ফ্রান্স প্রশাসনের তত্ত্বাবধানে আছে। পরে তা বাড়ির মালিক এবং ওই সংস্থার মধ্যে সমান ভাগ করে দেওয়া হবে।

আরও পড়ুন: ঘরেই মেয়ের পাশে বাঁধা সিংহ, আফ্রিদির ছবি ঘিরে বিতর্ক

কোথা থেকে ওই বাড়িতে এল এই কয়েনগুলো? সংবাদ সংস্থা এএফপি সূত্রে খবর, বাড়ির মালিকের ঠাকুরদা ছিলেন একজন কয়েন কালেক্টর। বিভিন্ন কয়েন তিনি নিজের সংগ্রহে রাখতেন। এই কয়েনগুলোও সেই সংগ্রহেরই নমুনা।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Pot of gold France ফ্রান্স
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE