Advertisement
E-Paper

পাকিস্তানের করাচিতে হাসপাতাল চত্বরে বিস্ফোরণ, হতাহত কয়েক জন, কারণ ঘিরে ধোঁয়াশা

জিন্না রোড লাগোয়া ওই গুদামে বিস্ফোরণের ফলে পথচারীদের অনেকেই গুরুতর আঘাত পেয়েছেন বলে করাচি পুলিশ জানিয়েছে, তাঁদের মধ্যে কয়েক জনের অবস্থা আশঙ্কাজনক।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২১ অগস্ট ২০২৫ ২০:১১
Powerful explosion rocks Karachi of Pakistan, many people critically injured

বিস্ফোরণে কাঁপল পাকিস্তানের করাচি। ছবি: সংগৃহীত।

আবার বিস্ফোরণ পাকিস্তানের বাণিজ্য রাজধানী করাচিতে। বৃহস্পতিবার বিকেলে একটি হাসপাতাল চত্বরে ওই বিস্ফোরণকাণ্ডে কয়েক জন হতাহত হয়েছেন বলে স্থানীয় সূত্রের খবর। পাকিস্তানের সংবাদমাধ্যম ‘দ্য ডন’ জানাচ্ছে, বিস্ফোরণে অন্তত ৩৪ জন গুরুতর জখম হয়েছেন।

বিস্ফোরণের কারণ সম্পর্কে এখনও কিছু জানায়নি সিন্ধু প্রাদেশিক পুলিশ এবং দমকম বিভাগ। তবে প্রাথমিক ভাবে একে জঙ্গি হানা বলে মনে করছে না প্রশাসন ও সংবাদমাধ্যম। প্রকাশিত খবরে দাবি, ওই ‘তাজ মেডিক্যাল কমপ্লেক্স’ নামে হাসপাতাল চত্বরের পিছনে একটি গুদামে বিস্ফোরণ হয়েছে। তার অদূরে রয়েছে একটি বাজি কারখানা। গুদামে মজুত বাজিতেই বিস্ফোরণ ঘটেছে বলে প্রত্যক্ষদর্শীদের একাংশের দাবি।

জিন্না রোড লাগোয়া ওই গুদামে বিস্ফোরণের ফলে পথচারীদের অনেকেই গুরুতর আঘাত পেয়েছেন বলে করাচি পুলিশ জানিয়েছে, তাঁদের মধ্যে কয়েক জনের অবস্থা আশঙ্কাজনক। আহত ২০ জন জিন্না পোস্টগ্র্যাজুয়েট মেডিক্যাল সেন্টারে এবং ১৪ জন করাচির সিভিল হাসপাতালের ট্রমা সেন্টারে চিকিৎসাধীন। প্রসঙ্গত, সাম্প্রতিক সময়ে বেশ কয়েক বার জঙ্গি হানায় কেঁপে উঠেছে সিন্ধু প্রদেশের রাজধানী শহর। গত বছরের অক্টোবর এবং চলতি বছরের মে মাসে দু’বার বিস্ফোরণে বেশ কয়েক জন হতাহত হয়েছিলেন করাচিতে।

karachi blast Pakistan Blast karachi Karachi Attack Explosion Sindh province
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy