Advertisement
২১ মে ২০২৪

বহুত্বের বার্তা প্রণবের

দাদরির মর্মান্তিক ঘটনার পরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যখন নীরব, তখন সহনশীলতার বার্তা দিতে প্রথম মুখ খুলেছিলেন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ই। ভারতীয় সভ্যতার বহুত্ববাদের ঐতিহ্যকে স্মরণ করিয়ে দিয়েছিলেন প্রবীণ এই নেতা। আজ ইজরায়েলকেও সেই বহুত্ববাদ মেনে চলার পরামর্শ দিলেন রাষ্ট্রপতি। যদিও ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে বিষয়টি ব্যাখ্যা করেননি তিনি। জানিয়েছেন, সংসদে বিরোধী লেবার পার্টির দলনেতা আইজ্যাক হারজগকে।

নিজস্ব সংবাদদাতা
জেরুজালেম শেষ আপডেট: ১৫ অক্টোবর ২০১৫ ০২:৪৭
Share: Save:

দাদরির মর্মান্তিক ঘটনার পরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যখন নীরব, তখন সহনশীলতার বার্তা দিতে প্রথম মুখ খুলেছিলেন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ই। ভারতীয় সভ্যতার বহুত্ববাদের ঐতিহ্যকে স্মরণ করিয়ে দিয়েছিলেন প্রবীণ এই নেতা। আজ ইজরায়েলকেও সেই বহুত্ববাদ মেনে চলার পরামর্শ দিলেন রাষ্ট্রপতি। যদিও ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে বিষয়টি ব্যাখ্যা করেননি তিনি। জানিয়েছেন, সংসদে বিরোধী লেবার পার্টির দলনেতা আইজ্যাক হারজগকে।

বিদেশ মন্ত্রকের অন্যতম সচিব অনিল ওয়াধা পরে সাংবাদিক বৈঠকে বলেন, এখানে ক্ষমতাসীন দল প্যালেস্তাইনকে রাষ্ট্র হিসাবে গণ্যই করে না। কিন্তু লেবার পার্টি প্রথম থেকেই বিশ্বাস করে, ইজরায়েল ও প্যালেস্তাইন দুটি সার্বভৌম স্বাধীন রাষ্ট্র হিসাবে গড়ে ওটা উচিত। সেই প্রেক্ষাপটেই প্রণববাবু তাঁর সঙ্গে আলোচনায় বলেন, দেশ স্বাধীনের পরেও ভারত বহুত্ববাদকে সযত্নে লালন পালন করেছে। কিন্তু পাকিস্তান তা করেনি। সেই দেশ তৈরি হয়েছিল ধর্মের ভিত্তিতে। তার পরিণতিও কী হয়েছিল সবাই জানে। ১১ বছরের মধ্যে সামরিক শাসন শুরু হয়ে গিয়েছিল সেখানে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE