টিকিট না থাকার অভিযোগে সুইডেনের রাজধানী স্টকহোমে চরম হেনস্থা করা হল এক কৃষ্ণাঙ্গ মহিলাকে। ওই মহিলা গর্ভবতী ছিলেন বলেও জানা যাচ্ছে। সম্প্রতি এই রকমই একটি ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই চাঞ্চল্য ছড়িয়েছে সব মহলে। এই ঘটনাকে তীব্র ধিক্কার জানিয়েছেন মানবাধিকার সংগঠনের কর্মীরাও।
সম্প্রতি লভোত্তে জ্যালো নামের একজন ব্লগার ও সমাজকর্মী মোবাইল ফোনে রেকর্ড করা একটি ভিডিয়ো পোস্ট করেন ইনস্টাগ্রামে। সেই ভিডিয়োতে দেখা যায় ট্রেনে বসে আছেন একজন কৃষ্ণাঙ্গ মহিলা। হঠাৎ কয়েক জন নিরাপত্তারক্ষী সেই কামরায় উঠে সোজা চলে যান তাঁর কাছে। ওই মহিলাকে ট্রেন থেকে বেরিয়ে আসতে বললেও রাজি না হওয়ায় রীতিমতো টেনে-হেঁচড়ে কামরা থেকে তাকে বের করে নিয়ে আসার চেষ্টা করতে থাকেন নিরাপত্তারক্ষীরা।
ট্রেন থেকে বের করার পরে ওই মহিলাকে জোর করে বসানোর চেষ্টা করা হয় প্ল্যাটফর্মের একটি বেঞ্চে। ওই মহিলা এবং নিরাপত্তারক্ষীদের পিছনে পিছনে হেঁটে আসতে দেখা যায় ওই মহিলার নাবালিকা মেয়েকেও। রীতিমতে আতঙ্ক তার চোখে-মুখেও। কিন্তু তাকেও আলাদা করে বসিয়ে রাখেন নিরাপত্তারক্ষীরা।