Advertisement
১৯ এপ্রিল ২০২৪
US

২০০০ কোটির লটারি জিতলেন ট্রাক চালক!

কয়েক দিন আগে অবধি পেশায় তিনি ছিলেন একজন ট্রাক ড্রাইভার। কিন্তু আচমকাই একটা লটারির টিকিট বদলে দিয়েছে তাঁর জীবন। যেমন-তেমন অঙ্ক নয়, একেবারে ২৯৮ মিলিয়ন ডলারের লটারির টিকিট জিতলেন তিনি।

বিপুল অর্থের লটারি জিতে উচ্ছসিত ডেভিড।

বিপুল অর্থের লটারি জিতে উচ্ছসিত ডেভিড।

সংবাদ সংস্থা
নিউইয়র্ক শেষ আপডেট: ০৪ ফেব্রুয়ারি ২০১৯ ১১:৪০
Share: Save:

কয়েক দিন আগে অবধি পেশায় তিনি ছিলেন একজন ট্রাক ড্রাইভার। কিন্তু আচমকাই একটা লটারির টিকিট বদলে দিয়েছে তাঁর জীবন। যেমন-তেমন অঙ্ক নয়, একেবারে ২৯৮ মিলিয়ন ডলারের লটারির টিকিট জিতলেন তিনি। ভারতীয় মুদ্রায় যার পরিমাণ ২০০০ কোটি টাকারও বেশি! এ বার তাই নতুন করে জীবন শুরু করতে চাইছেন ৫৬ বছরের ডেভিড জনসন।

আমেরিকানিউ ইয়র্কের বাসিন্দা ডেভিড গত ২৬ ডিসেম্বর ট্রাকে গ্যাস ভরতে গিয়ে ৫ ডলার দিয়ে কিছু লটারির টিকিট কিনেছিলেন। কিন্তু তারপরেই অসুস্থ হয়ে পড়ায় আর তাঁর পক্ষে ওই লটারির নম্বর মিলিয়ে দেখা সম্ভব হয়নি। কিছুদিন পরে তাঁর বন্ধু তাঁকে ফোন করে জানান যে, এ বারের লোটোর বিজয়ী টিকিটটি বিক্রি হয়েছে ওই গ্যাস স্টেশন থেকেই। তখনও নিজের ভাগ্যের উপরে অতটা ভরসা করতে পারেননি জনসন। জেতেননি ভেবে মিলিয়েও দেখেননি নিজের টিকিটের নম্বর।

এরপর গত ২৫ জানুয়ারি নিজের টিকিটের নম্বর মিলিয়ে চোখ কপালে ওঠে তাঁর। দেখেন যে, পাওয়ার বল নামে পরিচিত লটারির জ্যাকপট জিতেছেন তিনি। তখনই তিনি ঠিক করেন যে, আর ট্রাক চালানোর মতো শারীরিক পরিশ্রমের কাজ করবেন না। বাড়িতে তাঁর স্ত্রীও প্রথমে তাঁর এই কথা বিশ্বাস করেননি।

আরও পড়ুন: বাড়ি ফিরতে চান জঙ্গি নেতার বৌ

তবে আবেগ বশে রেখেছিলেন ডেভিড। সঙ্গে সঙ্গে পুরস্কার দাবি করে বসেননি তিনি। বরং লটারির টিকিটটি যত্ন করে রেখে দিয়েছিলেন যাতে সেটি হারিয়ে না যায়। এই টাকায় একটি লাল পোর্শে গাড়ি ও নিজের স্ত্রী ও মেয়ের জন্য নিউইয়র্কে একটি সুন্দর বাড়ি কেনার ইচ্ছা আছে ডেভিডের।

আরও পড়ুন: এই প্রাণীটি ‘অমর’, বয়স এদের মৃত্যু ঘটাতে পারে না

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

US New York Lottery
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE