Advertisement
২৬ এপ্রিল ২০২৪
Progeria

আটেই আশির ভার শরীরে, প্রোজেরিয়ায় মৃত্যু শিশুর

জিনের রোগ ‘প্রোজেরিয়া’য় আক্রান্ত ছিল মেয়েটি। তবে এই অসুখেও এত অল্প বয়সে মৃত্যুর ঘটনা এই প্রথম। চিকিৎসাবিজ্ঞানের হিসেব বলছে, অ্যানা স্যাকাইডন বিশ্বের কনিষ্ঠতম মানুষ, যে প্রোজেরিয়ায় মারা গেল।

অ্যানা। বয়স তখন তিন। ছবি: সোশ্যাল মিডিয়া

অ্যানা। বয়স তখন তিন। ছবি: সোশ্যাল মিডিয়া

সংবাদ সংস্থা
কিয়েভ শেষ আপডেট: ১৬ ফেব্রুয়ারি ২০২০ ০১:৩৮
Share: Save:

চুলে পাক ধরেছিল। ‘বার্ধক্যে’ এক-এক করে বিকল হয়ে গিয়েছিল বিভিন্ন অঙ্গ। শেষে ‘বয়সের ভারে’ মাত্র আট বছরে মৃত্যু হল ইউক্রেনের
এক শিশুকন্যার।

জিনের রোগ ‘প্রোজেরিয়া’য় আক্রান্ত ছিল মেয়েটি। তবে এই অসুখেও এত অল্প বয়সে মৃত্যুর ঘটনা এই প্রথম। চিকিৎসাবিজ্ঞানের হিসেব বলছে, অ্যানা স্যাকাইডন বিশ্বের কনিষ্ঠতম মানুষ, যে প্রোজেরিয়ায় মারা গেল।

অমিতাভ বচ্চন অভিনীত ‘পা’ ছবিতে এই প্রোজেরিয়াতেই আক্রান্ত ছিল মূল চরিত্র অরো। ১৩ বছর বয়সে মারা যায় সে। অ্যানা গত মাসে আটে পা দিয়েছিল। চিকিৎসকেরা জানাচ্ছেন, এই বয়সেই অ্যানার শরীর এসে গিয়েছিল আশিতে। একাধিক শরীরিক সমস্যা দেখা দিয়েছিল। ওজন ছিল মাত্র সাড়ে সাত কেজি। অ্যানার মা ইভানা মেয়েকে সুস্থ করার জন্য বহু চেষ্টা করেছিলেন। ইউক্রেনের একটি স্বেচ্ছাসেবী সংস্থার প্রধান টিমোফি নাগরোনি বলেন, ‘‘ইভানা প্রতি দিন শুধু এই আশাতেই বাঁচতেন, চিকিৎসকেরা এসে জানাবেন, তাঁরা রোগ ধরতে ভুল করেছেন। অ্যানার প্রোজেরিয়া হয়নি।’’

শিশুটির এক চিকিৎসক বলেন, ‘‘হাচিনসন-গিলফোর্ড প্রোজেরিয়া সিন্ড্রোম হয়েছিল ওর। এতে হাড় স্বাভাবিক ভাবে বাড়ে। ফলে শরীরের বাড়বৃদ্ধি স্বাভাবিক থাকে। কিন্তু অঙ্গপ্রত্যঙ্গ দ্রুত গতিতে বুড়িয়ে যায়। এক বছর বয়সই তার দশ বছরের শামিল। এ ধরনের রোগীদের মৃত্যু হয় সাধারণত স্ট্রোকে। অ্যানার ক্ষেত্রেও তা-ই হয়েছিল। একাধিক স্ট্রোক। হাত-পায়ে পক্ষাঘাত হয়ে গিয়েছিল।’’ তিনি আরও জানান, ১১ মাস বয়সেই বড়দের মতো হাঁটতে পারত অ্যানা (কারণ অঙ্গপ্রত্যঙ্গের বৃদ্ধিতে তখন সে দশ)। কিন্তু আলোয় ভয় পেত। তাই বাড়ির বাইরে যেতে পারত না। বিশেষজ্ঞরা জানাচ্ছেন, ২ কোটি মানুষের মধ্যে এক জনের এই রোগ হয়। এই মুহূর্তে গোটা বিশ্বে ১৬০ জন প্রোজেরিয়ায় আক্রান্ত।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Progeria Ukraine
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE