আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে ক্ষোভ ক্রমশ বাড়ছে আমেরিকা জুড়ে। এক দিকে এইচ-১বি ভিসার জন্য ১ লক্ষ ডলার দেওয়া নিয়ে প্রবল ক্ষুব্ধ দেশের বণিক শ্রেণি। অন্য দিকে, ট্রাম্পের স্বৈরাচারী আচরণের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে প্রতিবাদ মিছিলে অংশ নিতে চলেছেন অসংখ্য আমেরিকান। তাঁদের এই কর্মসূচির নাম দেওয়া হয়েছে ‘নো কিংস’। আন্দোলনকারীদের বার্তা স্পষ্ট, দেশে কোনও রাজার শাসন মানা হবে না।
ওয়াশিংটন ডিসি, বস্টন, শিকাগো, অ্যাটলান্টা, নিউ অর্লিয়্যান্স-সহ ৫০টি প্রদেশ মিলিয়ে অন্তত ২৭০০টি জায়গায় আজ এই প্রতিবাদ কর্মসূচি করেছেন আমেরিকার সাধারণ নাগরিকদের সংগঠন ‘নো কিংস’। এমনকি পড়শি দেশ কানাডাতেও এই কর্মসূচির আয়োজন করছে ওই সংগঠন। অন্তত আরও ৩০০টি সংগঠনের সদস্যেরা যোগ দিতে চলেছেন এই প্রতিবাদ আন্দোলনে। প্রতিবাদীদের দাবি, এই মিছিল আদতে ট্রাম্পের স্বৈরাচারী শাসনের ধরনের বিরুদ্ধে। ‘নো কিংস’ কর্মসূচির ওয়েবসাইটে লেখা রয়েছে, ‘প্রেসিডেন্ট (ট্রাম্প) ভাবেন তাঁর রাজত্বই সর্বশ্রেষ্ঠ। কিন্তু মনে রাখতে হবে, আমেরিকায় কোনও রাজা নেই। আর আমরা কোনও বিশৃঙ্খলা, দুর্নীতি এবং নিষ্ঠুরতা সহ্য করব না’। প্রতিবাদীদের দাবি, যে ভাবে ট্রাম্প নিজেকে ‘রাজা’র মতো মনে করে সকলের উপরে জোর খাটানোর চেষ্টা করছেন, তা তাঁরা মেনে নেবেন না। তাঁরা আশাবাদী, মিছিলে লক্ষাধিক লোক হতে পারে। এই কর্মসূচিকে অবশ্য ‘আমেরিকা-বিরোধী’ হিসেবে দাগিয়ে দিয়েছেন ট্রাম্পের সমর্থকেরা।
এরই মধ্যে অবশ্য গত ১৭ দিন ধরে চলা ‘শাটডাউন’-এর প্রভাব পড়তে চলেছে ন্যাশনাল নিউক্লিয়ার সিকিয়োরিটি অ্যাডমিনিস্ট্রেশন (এনএনএসএ)-এ। আমেরিকার পারমাণবিক অস্ত্র বানানোর তত্ত্বাবধানের দায়িত্ব এই সংস্থার। সম্প্রতি ট্রাম্প ঘোষণা করেছেন যে, শাটডাউনের কারণে এনএনএসএ-র অন্তত ১৪০০ জন কর্মীকে বরখাস্ত করতে চলেছে তাঁর প্রশাসন। এর ফলে সংস্থায় কর্মরত থাকবেন মাত্র ৪০০ জন কর্মী। ট্রাম্প প্রশাসনের তরফে এ-ও জানানো হয়েছে যে, বর্তমানে যে ফেডেরাল কর্মীরা কোনও বেতন ছাড়াই কাজ করে যাচ্ছেন, শাটডাউন উঠে যাওয়ার পরে তাঁরা বেতন পেয়ে যাবেন। এনএনএসএ-র বিরুদ্ধে ট্রাম্প প্রশাসনের এই পদক্ষেপকে অবশ্য কটাক্ষ করেছেন পরমাণু অস্ত্র নিয়ন্ত্রণ বিশেষজ্ঞ ডারিল কিমবল। ‘আর্মস কন্ট্রোল অ্যাসোসিয়েশন’ নামে এক সংগঠনের এগ্জ়িকিউটিভ ডিরেক্টর ডারিল বলেছেন, “ট্রাম্প প্রশাসন যদি সত্যিই এনএনএসএ-র ভূমিকাকে গুরুত্ব দিয়ে থাকেন, তা হলে নিশ্চয়ই পর্যাপ্ত অর্থের বিনিময়ে তাঁদের কাজে রাখতে পারবেন।”
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)