Advertisement
২৩ এপ্রিল ২০২৪

হংকংয়ে ধৃত বিদ্রোহী নেতারা

গত জুন মাস থেকে প্রশাসন-বিরোধী বিক্ষোভে অংশ নেওয়ায় হংকংয়ে গ্রেফতার করা হয়েছে ৯০০ জনকে।

বিক্ষোভের অন্যতম মুখ তথা ছাত্রনেতা জোশুয়া ওয়াং।

বিক্ষোভের অন্যতম মুখ তথা ছাত্রনেতা জোশুয়া ওয়াং।

সংবাদ সংস্থা
হংকং শেষ আপডেট: ৩১ অগস্ট ২০১৯ ০৪:৪২
Share: Save:

গত কালই হংকংয়ে সেনার নতুন বাহিনী পাঠিয়েছিল চিন। বেজিং মুখে রুটিন রদবদলের কথা বললেও আশঙ্কায় ছিলেন হংকংয়ের গণতন্ত্রকামী নেতারা। আর সেই আশঙ্কাই সত্যি হল আজ সকালে। বেশ কয়েক জন প্রথম সারির গণতন্ত্রকামী নেতা-নেত্রী-সহ অসংখ্য বিক্ষোভকারীকে আজ গ্রেফতার করেছে হংকং পুলিশ। যাঁদের মধ্যে রয়েছেন বিক্ষোভের অন্যতম মুখ তথা ছাত্রনেতা জোশুয়া ওয়াং। তাঁরই সঙ্গে গ্রেফতার হন অ্যাগনেস চাও নামে এক নেত্রী। জাপানের উড়ান ধরার ঠিক আগের মুহূর্তে গ্রেফতার করা হয় আর এক প্রথম সারির নেতা অ্যান্ডি চ্যানকে। পরে অবশ্য জামিনে মুক্তি দেওয়া হয়েছে তাঁদের।

গত জুন মাস থেকে প্রশাসন-বিরোধী বিক্ষোভে অংশ নেওয়ায় হংকংয়ে গ্রেফতার করা হয়েছে ৯০০ জনকে। বিতর্কিত প্রত্যর্পণ বিল প্রত্যাহার করার জন্য দু’মাস ধরে বিক্ষোভ চলছে হংকংয়ে। আজকের ব্যাপক ধরপাকড়ের পরে অন্য শনিবারগুলোর মতো কাল মিছিল না করার কথা ভাবছেন আন্দোলনকারীরা।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Hong Kong China Democracy
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE