Advertisement
১৬ এপ্রিল ২০২৪
ATM

মহিলার ব্যাঙ্ক ব্যালান্স দেখে কী করল ডাকাত?

সেই সময় তাঁর অ্যাকাউন্টে ব্যালান্স দেখে নেয় ছুরি হাতে থাকা ওই ডাকাত। তবে মহিলার ব্যাঙ্ক অ্যাকাউন্টের ব্যালেন্স দেখে ডাকাতের মনেরও পরিবর্তন ঘটে।

এটিমের ভিতরে ডাকাতের খপ্পরে মহিলা। ছবি সোশ্যাল মিডিয়া থেকে সংগৃহীত।

এটিমের ভিতরে ডাকাতের খপ্পরে মহিলা। ছবি সোশ্যাল মিডিয়া থেকে সংগৃহীত।

সংবাদ সংস্থা  
বেজিং শেষ আপডেট: ১৩ মার্চ ২০১৯ ১৩:৩৮
Share: Save:

এটিএম কাউন্টারে গিয়ে টাকা তুলছিলেন এক মহিলা। টাকা তুলে বেরতে যাবেন তখনই এক ডাকাত এসে ছুরি বের করে টাকা পয়সা যা আছে সব দিয়ে দিতে বলে। ছুরি দেখে ভীত ওই মহিলা এটিএম থেকে তোলা টাকা দিয়ে দেন ওই ডাকাতকে। কিন্তু তাতেও সন্তুষ্ট নয় ডাকাত। সে এটিএম থেকে আরও টাকা তুলে দেওয়ার জন্য চাপ সৃষ্টি করে। বাধ্য হয়ে ওই মহিলা আবার টাকা তোলার জন্য এটিএম মেশিনে কার্ড ঢোকান। সেই সময় তাঁর অ্যাকাউন্টে ব্যালান্স দেখে নেয় ছুরি হাতে থাকা ওই ডাকাত।

তবে মহিলার ব্যাঙ্ক অ্যাকাউন্টের ব্যালেন্স দেখে ডাকাতের মনেরও পরিবর্তন ঘটে। ডাকাত বুঝতে পারে মহিলার অ্যাকাউন্টে আর কোনও টাকাই নেই। তাই মহিলার কাছ থেকে ছিনিয়ে নেওয়া টাকা ফেরত দিয়ে চলে যায় সে।

ডাকাতির এই মহানুভবতার ঘটনার ভিডিয়ো ধরা পড়েছে এটিএমের সিসিটিভি ক্যামেরায়। তারপর সোশ্যাল মিডিয়ায় সেই ভিডিয়ো ছড়িয়ে পড়তেই ভাইরাল হয়েছে। ঘটনাটি ঘটেছে চিনের হেয়ুয়ান শহরে।

মহানুভবতা দেখিয়েও পুলিশের হাত থেকে বাঁচতে পারেনি সেই ডাকাত। সিসিটিভি ক্যামেরার এই ভিডিয়ো দেখে তাঁকে আটক করা হয়েছে।

আরও পড়ুন: মাসুদ আজহার ‘বিশ্ব সন্ত্রাসী’, নিরাপত্তা পরিষদের বৈঠকের আগে বলল আমেরিকা, বেসুরো চিন

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

CCTV Camera Robber Returns Money
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE