Advertisement
১৮ এপ্রিল ২০২৪
Spider Man

স্পাইডারম্যানের পোশাক পরে নোংরা পরিষ্কার করেন ইনি! কেন জানেন?

এই পোশাক পরে নোংরা পরিষ্কার  শুরু করার পরই তাঁকে নিয়ে আলোচনায় মেতেছেন গোটা সে দেশের বাসিন্দারা।  

স্পাইডার ম্যানের পোশাক পরে নোংরা পরিষ্কার। ছবি- রয়টার্স।

স্পাইডার ম্যানের পোশাক পরে নোংরা পরিষ্কার। ছবি- রয়টার্স।

সংবাদ সংস্থা
জাকার্তা শেষ আপডেট: ১৩ ফেব্রুয়ারি ২০২০ ১৭:৩৮
Share: Save:

ইন্দোনেশিয়ার একটি ক্যাফেতে কাজ করেন রুডি হারতোনো। রোজ ক্যাফেতে কাজ শুরু আগে রাস্তাঘাটের আবর্জনা পরিষ্কার করেন তিনি। সম্প্রতি সেই কাজ তিনি করছেন স্পাইডারম্যানের পোশাক পরে। এই পোশাক পরে নোংরা পরিষ্কার শুরু করার পরই তাঁকে নিয়ে আলোচনায় মেতেছেন গোটা সে দেশের বাসিন্দারা।

এ হেন পোশাক পরে আবর্জানা পরিষ্কারে ব্যাপারে ৩৬ বছরের হারতোনো বলেছেন, ‘‘এই পোশাক না পরে আমি যখন নোংরা পরিষ্কারের কাজ করতাম তখন তা লোকের চোখে মোটেই পড়ত না। ফলে তাঁরা আমার সঙ্গে নোংরা পরিষ্কারের কাজে তেমন উৎসাহ দেখাতেন না। কিন্তু আমি এই পোশাক পরে এখন একই কাজ করি। এই পোশাক পরে কাজ করার সময় জনগণের সহায়তা দেখে অভিভূত হয়েছি।’’

এই পোশাক পরে নোংরা পরিষ্কার করে রীতিমতো স্টার হয়ে গিয়েছেন ওই ক্যাফে কর্মী। সংবাদপত্রে সাক্ষাৎকার থেকে টিভি চ্যানেলের চ্যাট শো, সব জায়গাতেই হারতোনোর কদর বেড়েছে।

আরও পড়ুন: যুবতীর জিন্স পরার ভিডিয়ো দেখা হল ৯০ লক্ষেরও বেশি বার

প্রসঙ্গত, আবর্জনা ইন্দোনেশিয়ার একটি বড় সমস্যা। সে দেশের পরিবেশ ও বনমন্ত্রকের ২০১৮তে দেওয়া তথ্য অনুসারে, প্রতিদিন ২.৭ টন আবর্জনা তৈরি হয়। বছরের শেষে সেই হিসাবটা দাঁড়ায় ৩২ লক্ষ টনে। ইন্দোনেশিয়াকে আবর্জনার ভার থেকে মুক্ত করতেই এই উদ্যোগ নিয়েছেন হারতোনো।

আরও পড়ুন: বিকিনি পরায় মলদ্বীপে আটক বিদেশি পর্যটক!

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Spider Man Indonesia
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE