ইমরান খান যদি প্রমাণ দিতে পারেন যে তাঁকে হত্যার ষড়যন্ত্র করা হয়েছে, তা হলে তাঁকে ‘প্রধানমন্ত্রীর থেকেও বেশি নিরাপত্তা’ দেওয়া হবে। প্রাক্তন প্রধানমন্ত্রীর দিকে এই চ্যালেঞ্জ ছুড়ে দিলেন বর্তমান শাসক দলের এক শীর্ষ নেত্রী।
গত শনিবার পাক পঞ্জাবের সিয়ালকোটে এক জনসভায় প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খান বলেছিলেন, ‘‘আমাকে হত্যার ষড়যন্ত্র চলছে। আমি একটি ভিডিয়ো তৈরি করে ষড়যন্ত্রীদের নাম ফাঁস করে দিয়েছি।’’ সেই প্রসঙ্গ তুলে আজ পিএমএল-এন প্রধান নওয়াজ়ের কন্যা মরিয়ম শরিফ বলেন, ‘‘আমার বাবা অনেক বড় মনের মানুষ। ইমরান খান যদি প্রমাণ দিতে পারেন যে, সত্যিই তাঁকে হত্যা করার ছক কষা হচ্ছে, তা হলে তাঁর এতটাই নিরাপত্তার ব্যবস্থা করা হবে যা পাকিস্তানের প্রধানমন্ত্রীকেও দেওয়া হয় না।’’
নওয়াজ়-কন্যার দাবি, ‘‘পাকিস্তানের সাধারণ মানুষ যাতে তাঁকে ভুলে না যান, তাই ইমরান সব সময়ে নানা মিথ্যা কথা বলেন। এই ভিডিয়োটাও সে রকম এক মিথ্যাচারণ।’’ মরিয়মের তির্যক মন্তব্য, ‘‘আমি চাই, ইমরান অনেক দিন বাঁচুন। তা হলে উনি দেখতে পাবেন, নতুন সরকারের দৌলতে দেশের কী ভাবে উন্নতি হচ্ছে।’’