Advertisement
E-Paper

রাশিয়া থেকে আসছে আরও ৪৮টি কপ্টার, চুক্তি চূড়ান্ত হওয়ার পথে

রাশিয়া আরও ৪৮টি সামরিক হেলিকপ্টার দিচ্ছে ভারতকে। তা নিয়ে চুক্তি যে প্রায় চূড়ান্ত, সে কথা রুশ কর্তাই জানিয়েছেন।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ৩০ জুলাই ২০১৭ ১৮:২০
২০০৮ থেকে ২০১৬-র মধ্যে ১৫১টি নতুন এমআই-১৭ভি-৫ কপ্টার কিনেছে ভারত। এ বার আরও ৪৮টি কেনার তোড়জোড়। —ফাইল চিত্র।

২০০৮ থেকে ২০১৬-র মধ্যে ১৫১টি নতুন এমআই-১৭ভি-৫ কপ্টার কিনেছে ভারত। এ বার আরও ৪৮টি কেনার তোড়জোড়। —ফাইল চিত্র।

আরও একটি সামরিক চুক্তির তোড়জোড়। রাশিয়ার কাছ থেকে ৪৮টি এমআই-১৭ হেলিকপ্টার নিতে পারে ভারতীয় বাহিনী। কথাবার্তা চূড়ান্ত পর্যায়ে বলে রুশ অস্ত্র রফতানিকারী সংস্থার এক শীর্ষকর্তা জানিয়েছেন। এ বছরের শেষ দিকে চুক্তিতে সিলমোহর পড়তে পারে বলে মনে করা হচ্ছে।

এমআই-৮ এবং এমআই-১৭ গোত্রের প্রায় ৩০০টি হেলিকপ্টার ভারতীয় বাহিনীর হাতে ইতিমধ্যেই রয়েছে। অত্যন্ত কম সময়ে বাহিনী, বিপুল পরিমাণ অস্ত্রশস্ত্র এবং রসদ স্থানান্তরিত করতে এই হেলিকপ্টারের জুড়ি নেই।

৮০টি এমআই-১৭ভি-৫ হেলিকপ্টার কেনার জন্য ২০০৮ সালে রুশ সংস্থা রসবোরোনেক্সপোর্টের সঙ্গে চুক্তি করেছিল ভারত। ২০১৩-র মধ্যে সেই কপ্টারগুলি ভারতের হাতে চলে আসে। আরও ৭১টি এমআই-১৭ভি-৫ কেনার জন্য ২০১২-১৩ অর্থবর্ষে রুশ সংস্থাটির সঙ্গে চুক্তি হয়েছিল ভারতের। সেগুলিও গত বছরের মধ্যেই ভারত হাতে পেয়ে গিয়েছে।

ভারতীয় সেনা এবং বায়ুসেনা তো বটেই, বিএসএফ-এর হাতেও ইতিমধ্যেই পৌঁছে গিয়েছে এমআই-১৭ভি-৫ কপ্টার। —ফাইল চিত্র।

এ বার ওই গোত্রের আরও ৪৮টি কপ্টার ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রক কিনতে চাইছে। রসোবোরোনেক্সপোর্টের সিইও আলেকজান্ডার মিখিভ নিজেই সে কথা জানিয়েছেন। চুক্তি এখনও চূড়ান্ত হয়নি। তবে এ বছর শেষ হওয়ার আগেই চুক্তি স্বাক্ষরিত হয়ে যাবে বলে তিনি আশা প্রকাশ করেছেন। তার পরে খুব দ্রুতই হেলিকপ্টারগুলি পাঠানো হবে ভারতে।

আরও পড়ুন: যে কোনও অনুপ্রবেশকারী শত্রুকে হারাতে সক্ষম চিনা বাহিনী: ফের বললেন শি

সামরিক হেলিকপ্টার হিসেবে এমআই-১৭ভি৫ অত্যন্ত শক্তিশালী। পৃথিবীর সেরা ট্রান্সপোর্ট হেলিকপ্টারগুলির অন্যতম এই রুশ এয়ারক্র্যাফ্ট। বাহিনী এবং অস্ত্রশস্ত্র পরিবহণ, আগুন নেভানো, কনভয় এসকর্ট করা, নজরদারি, উদ্ধারকাজ-সহ নানা কাজে এই কপ্টার অত্যন্ত দক্ষ।

Indian Army Russia Helicopters Mi-17V-5
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy