Advertisement
৩০ এপ্রিল ২০২৪
Russia-Ukraine War

পুতিন এবং জেলেনস্কির ঐকমত্য! আমিরশাহির মধ্যস্থতায় বন্দি বিনিময় রাশিয়া ও ইউক্রেনের

রুশ প্রতিরক্ষা মন্ত্রকের তরফে বুধবার জানানো হয়েছে, সংযুক্ত আরব আমিরশাহির মধ্যস্থতায় ‘দীর্ঘ এবং জটিল আলোচনাপর্ব’ সফল হয়েছে। বিবৃতিতে জানানো হয়, ‘‘ইউক্রেন থেকে ২৪৮ জন বন্দিকে আমরা ফিরিয়ে আনতে পেরেছি।’’

An image of Putin and Zelenskyy

(বাঁ দিকে) ভ্লাদিমির পুতিন এবং ভলোদিমির জ়েলেনস্কি (ডান দিকে)। —ফাইল চিত্র।

আনন্দবাজার অনলাইন ডেস্ক
কলকাতা শেষ আপডেট: ০৩ জানুয়ারি ২০২৪ ২২:৩৫
Share: Save:

সফল হল সংযুক্ত আরব আমিরশাহির মধ্যস্থতা। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জ়েলেনস্কির সম্মতিতে বুধবার যুদ্ধবন্দি বিনিময় করল দু’দেশের সেনা।

রুশ প্রতিরক্ষা মন্ত্রকের তরফে বুধবার জানানো হয়েছে, সংযুক্ত আরব আমিরশাহির মধ্যস্থতায় ‘দীর্ঘ এবং জটিল আলোচনাপর্ব’ সফল হয়েছে। বিবৃতিতে জানানো হয়, ‘‘ইউক্রেন থেকে ২৪৮ জন বন্দিকে আমরা ফিরিয়ে আনতে পেরেছি।’’

অন্য দিকে, ইউক্রেনের প্রেসিডেন্ট জ়েলেনস্কির দফতর জানিয়েছে, রুশ সরকার বন্দি ২০০ জনের বেশি ইউক্রেনীয় নাগরিককে তাদের হাতে তুলে দিয়েছে। প্রসঙ্গত, ২০২২ সালের ২৪ ফেব্রুয়ারি ভোর ৬টায় সরকারি টেলিভিশন চ্যানেলে জাতির উদ্দেশে বক্তৃতায় ইউক্রেনের বিরুদ্ধে ‘সামরিক অভিযানের’ ঘোষণা করেছিলেন পুতিন। গত ২৩ মাসের যুদ্ধে এর আগেও কয়েক বার বন্দি বিনিময় করেছে দু’দেশ।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE