ত্তর-পূর্ব ইউক্রেনের সুমি অঞ্চলের শোৎস্কা রেল স্টেশনে রুশ ড্রোন হামলায় যাত্রী ও রেলকর্মী মিলিয়ে অন্তত ৩০ জনের প্রাণহানির কথা জানা যাচ্ছে। আজ ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জ়েলেনস্কি এই হামলা ‘বর্বরোচিত’ বলে মন্তব্য করেছেন। সমাজমাধ্যমে একটি ভিডিয়ো প্রকাশ করেছেন তিনি। তাতে দেখা যাচ্ছে, বিস্ফোরণে তছনছ হয়ে যাওয়া একটি ট্রেন। তার লোহালক্কড় বেরিয়ে এসেছে, উপড়ে গিয়েছে জানালা, দাউদাউ করে আগুন জ্বলছে। সঙ্গে জ়েলেনস্কি লিখেছেন, ‘রাশিয়ানরা বুঝতে পারেনি যে ওরা সাধারণ মানুষের উপর হামলা করছে, এটা হতে পারে না।’
২০২২ সালের ফেব্রুয়ারিতে যুদ্ধ শুরুর পরে রাশিয়া ইউক্রেনের রেল পরিকাঠামোকে নিশানা করেছে বার বার। গত দু’মাসে প্রায় রোজই রুশ সেনা ইউক্রেনের যোগাযোগ ব্যবস্থায় হামলা চালিয়েছে। রাশিয়ার সীমান্ত থেকে শোৎস্কা স্টেশনের দূরত্ব প্রায় ৫০ কিলোমিটার। স্থানীয় প্রশাসন সূত্রের খবর, শোৎস্কা থেকে কিভগামী একটি ট্রেনে শনিবার রুশ ড্রোন হামলা হয়েছে। জ়েলেনস্কি বলেছেন, ‘এটা সন্ত্রাসবাদ। বিশ্ব এই ঘটনা অগ্রাহ্য করতে পারে না। মুখের কথা যথেষ্ট নয়। সত্যিকারের শক্তিই শুধু ওদের থামাতে পারে।’ ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ফন ডের লায়েনও এই হামলার নিন্দা করে বিবৃতি দিয়েছেন। এক্স হ্যান্ডলে তিনি লেখেন, ‘রুশ বর্বরতার শিকার হওয়া ইউক্রেন ও ইউক্রেনবাসীর পাশে ফের দাঁড়াচ্ছে ইউরোপীয় কমিশন। ন্যায্য ও সুস্থায়ী শান্তির ব্যাপারে সম্মত না হওয়া পর্যন্ত রাশিয়ার উপরে আমাদের চাপ বাড়াতে থাকাটা জরুরি।’
অন্য দিকে, রাতভর রুশ হামলায় আজ প্রায় ৫০ হাজার বাড়ি বিদ্যুৎ-বিচ্ছিন্ন ছিল উত্তর ইউক্রেনের চার্নিভ অঞ্চলে। পাল্টা ইউক্রেনের সেনা দাবি করেছে, উত্তর-পশ্চিম রাশিয়ার লেনিনগ্রাদ অঞ্চলে একটি গুরুত্বপূর্ণ তেল সংশোধনাগারে তারাও হামলা চালিয়েছে। তাদের শহর এবং বিদ্যুৎ পরিকাঠামোয় পরপর রুশ হামলার জবাবে নিজেদের দূরপাল্লার ড্রোনগুলি দিয়ে হামলা আরও বাড়ানো হবে বলে বার্তা দিয়েছে তারা।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)