ইউক্রেনের পূর্ব প্রান্তে খারকিভ শহরে রুশ হানায় অন্তত তিন জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও ২২ জন। রুশ সামরিক ঘাঁটিতে ইউক্রেনের ড্রোন হানার পর দু’দেশের মধ্যে সামরিক উত্তেজনা আরও বৃদ্ধি পেয়েছে। শুক্রবারও ইউক্রেনের রাজধানী কিভে হামলা চালিয়েছে রুশ বাহিনী। শনিবার ইউক্রেনের অপর এক বড় শহর খারকিভে হামলা চালায় রুশ সেনা।
রুশ সীমান্ত থেকে ইউক্রেনের এই শহরটির দূরত্ব মাত্র ৩০ কিলোমিটার। রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে যুদ্ধ শুরু হওয়ার পর গত তিন বছর ধরে ধারাবাহিক গোলাবর্ষণের শিকার হয়েছে এই শহরটি। তবে গত তিন বছরের যুদ্ধে শনিবারই খারকিভে সবচেয়ে বড় হামলা হয়েছে বলে দাবি স্থানীয় প্রশাসনের। খারকিভের মেয়র ইহর তেরখোভ সমাজমাধ্যমে লেখেন, “যুদ্ধ শুরু হওয়ার পর থেকে খারকিভ বর্তমানে সবচেয়ে বড় আক্রমণের মুখোমুখি হচ্ছে।” খারকিভের মেয়র জানিয়েছেন, রুশ হানায় শহরের ১৩টি বাড়ি এবং ১৮টি আবাসন ক্ষতিগ্রস্ত হয়েছে। শনিবারের হানায় রুশ বাহিনীর ৪৮টি ড্রোন, দু’টি ক্ষেপণাস্ত্র এবং চারটি বোমা ইউক্রেনের ওই শহরে আছ়ড়ে পড়েছে বলে দাবি করছেন তিনি।
সংবাদ সংস্থা রয়টার্স অনুসারে, শুক্রবার রাত থেকে শনিবার সকাল পর্যন্ত খারকিভে একের পর এক বিস্ফোরণের শব্দ শোনা গিয়েছে। পর পর ড্রোন এবং ক্ষেপণাস্ত্র আছড়ে পড়েছে রুশ সীমান্তবর্তী ইউক্রেনের ওই শহরে। স্থানীয় প্রশাসনের দাবি, রুশ বাহিনীর হামলায় খারকিভের বসতি অঞ্চলের পাশাপাশি স্কুল এবং অন্য কিছু ভবনও ক্ষতিগ্রস্ত হয়েছে।
ইউক্রেন সেনা জানিয়েছে, গত রাত থেকে রাশিয়া ২০৬টি ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেনের উপর। এ ছাড়া দু’টি ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্র-সহ মোট ৯টি ক্ষেপণাস্ত্র হামলাও করা হয়েছে বলে দাবি কিভের সামরিক বাহিনীর। এর মধ্যে ৮৭টি রুশ ড্রোন গুলি করে নামানো হয়েছে বলে দাবি ইউক্রেন সেনার।
আরও পড়ুন:
গত রবিবারই রাশিয়ায় ড্রোন হানা চালিয়েছিল ইউক্রেন। বেশ কিছু রুশ বায়ুসেনা ঘাঁটিতে বোমারু বিমানের উপর আঘাত হানে ইউক্রেনের ড্রোন। মুরমানস্ক, ইরকুটস্ক, ইভানোভো, রিয়াজান এবং আমুর অঞ্চলের মোট পাঁচটি সামরিক বিমানঘাঁটিতে ড্রোন হামলা চলেছিল। বিভিন্ন সূত্রে দাবি করা হচ্ছে, ওই হানায় ৪০টিরও বেশি রুশ যুদ্ধবিমান ক্ষতিগ্রস্ত হয়েছে। ইউক্রেনের দাবি, তারা ১১টি রুশ বিমান ধ্বংস করে দিয়েছে ওই ড্রোন হানায়। ওই ঘটনার পর রাশিয়াও জানিয়ে দেয়, তারা সঠিক সময়ে ইউক্রেনকে জবাব দেবে। এর পর শুক্রবার ইউক্রেনের রাজধানী কিভে ড্রোনহানা চালায় রুশ সেনা। শনিবার হামলা চলল ইউক্রেনের অপর গুরুত্বপূর্ণ শহর খারকিভে।