Advertisement
১৯ এপ্রিল ২০২৪
Coronavirus. Coronavirus Vaccine

টিকায় বেনিয়মের অভিযোগ তুলে রুশ স্বাস্থ্যমন্ত্রকের পদ ছাড়লেন চিকিৎসক

চুচালিন বলেছেন, টিকা তৈরিতে তাড়াহুড়ে করতে গিয়ে চিকিৎসা বিজ্ঞানের নিয়ম নীতির তোয়াক্কাই করা হয়নি।

প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

সংবাদ সংস্থা
মস্কো শেষ আপডেট: ১৪ অগস্ট ২০২০ ১৭:২২
Share: Save:

রাশিয়ার ঘোষণার পরেই বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু) জানিয়ে দিয়েছে, ওই টিকা তাদের তালিকাতেই ছিল না। ক্লিনিক্যাল ট্রায়াল সম্পূর্ণ না করেই করোনার টিকা আবিষ্কারের ঘোষণা করা হয়েছে বলে অভিযোগ তুলেছিল বিশ্বের বিজ্ঞানীমহল। এ বার সেই রুশ করোনা টিকা স্পুটনিক-ভি নিয়ে প্রশ্ন উঠে গেল দেশের অভ্যন্তরেই। প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের অস্বস্তি কয়েক গুণ বাড়িয়ে দিয়ে দেশের স্বাস্থ্য মন্ত্রকের এথিকস কাউন্সিল থেকে ইস্তফা দিলেন চিকিৎসক আলেকজান্ডার চুচালিন। চিকিৎসা ও স্বাস্থ্যনীতি না মেনেই টিকা আবিষ্কারের ঘোষণা করা হয়েছে বলে বিস্ফোরক অভিযোগ তুলেছেন চুচালিন।

রাশিয়ায় চিকিৎসা সংক্রান্ত যাবতীয় নীতি নির্ধারণ করে স্বাস্থ্যমন্ত্রকের অধীনে থাকে এথিকস কাউন্সিল। সেই কাউন্সিলের অন্যতম সদস্য ছিলেন চুচালিন। রাশিয়ার চিকিৎসক মহল সূত্রে খবর, তৃতীয় পর্যায়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ পরীক্ষামূলক প্রয়োগ না করেই টিকা আবিষ্কারের ঘোষণা করার পক্ষপাতী ছিলেন না চুচালিন। তিনি আটকানোর চেষ্টাও করেছিলেন। কিন্তু তাঁর কথায় সরকার কর্ণপাত না করে টিকা আবিষ্কারের ঘোষণা করে দেয়। তার জেরেই তিনি ইস্তফা দিলেন বলে মনে করছেন রাশিয়ার চিকিৎসা ও স্বাস্থ্য বিশেষজ্ঞরা।

কিন্তু শুধু পদত্যাগ করেই ক্ষান্ত হননি বিশিষ্ট পালমোনোলজিস্ট আলেকজান্ডার চুচালিন। স্পুটনিক-ভি প্রকল্পের দায়িত্বে থাকা অন্যতম শীর্ষ দুই চিকিৎসকের নাম করেই তীব্র আক্রমণ করেছেন। এই টিকা তৈরি করেছে মস্কোর গামালেয়া রিসার্চ সেন্টার। এই সংস্থার ডিরেক্টর আলেকজান্ডার গিন্টসবার্গ এবং দেশের ভাইরোলজি বিশেষজ্ঞদের অন্যতম সের্গেই বরিসেভিচের নাম করে চুচালিন বলেছেন, এই দুই চিকিৎসক টিকা তৈরিতে তাড়াহুড়ে করতে গিয়ে চিকিৎসা বিজ্ঞানের নিয়ম নীতির তোয়াক্কা করেননি।

আরও পড়ুন: আরও কমল সংক্রমণ হার, ২৪ ঘণ্টায় মৃত্যু ১০০৭ জনের

টিকা আবিষ্কারের গোটা প্রক্রিয়ায় যে একাধিক গলদ রয়েছে, ইস্তফার পর সে কথাও খোলাখুলিই বলেছেন চিকিৎসক চুচালিন। ব্রিটিশ সংবাদ মাধ্যম ‘ডেইলি মেল’-এ তিনি প্রশ্ন তুলে বলেছেন, ‘‘রুশ সরকারের সব নিয়ম-নীতি কি আপনারা মেনেছেন? আন্তর্জাতিক বিজ্ঞানী সমাজের মতামত নিয়েছেন? নেননি।’’ তিনি আরও বলেন, ‘‘এটা ঠিক ভাবে করা হয়নি। নৈতিক ভাবে চিকিৎসা বিজ্ঞানের নীতি ভঙ্গ করা হয়েছে।’’ রাশিয়ার এই টিকা নেওয়া নিরাপদ কি না, তা নিয়েও প্রশ্ন তুলেছে বিজ্ঞানী মহল। সেই প্রসঙ্গে চিকিৎসক চুচালিন বলেন, ‘‘আমাদের কিছু বিজ্ঞানী যে অবস্থান নিয়েছেন এবং যে ভাবে এই রেডিমেড টিকা নিয়ে দায়িত্বজ্ঞানহীনের মতো মন্তব্য করছেন, তাতে আমি হতাশ।’’

আরও পড়ুন: ‘বিজেপির ষড়যন্ত্র ভেস্তে দিলাম’, আস্থাভোটে জিতে গর্জন গহলৌতের

যে কোনও টিকা আবিষ্কারের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ তৃতীয় ধাপের ক্লিনিক্যাল হিউম্যান ট্রায়াল বা মানবদেহে পরীক্ষামূলক প্রয়োগ। এই ধাপে কয়েক হাজার মানুষের শরীরে টিকা প্রয়োগ করা হয়। ফলে বিভিন্ন বয়স, শারীরিক ও চারিত্রিক গঠনসম্পন্ন মানুষের উপর প্রয়োগ করা টিকার ফলাফল পাওয়া যায়। টিকার কোনও পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে কি না, তাও এই স্তরেই জানা যায়। পাশাপাশি এই স্তরেই প্রথমবারের জন্য ১৮ বছরের কম বয়সী থেকে শুরু করে শিশু এবং প্রবীণদের অর্থাৎ ৬০ বছরের বেশি বয়সের মানুষজনকে এই টিকা দেওয়া হয়। তার আগে পর্যন্ত এই শিশু ও প্রবীণদের উপর টিকার ফলাফল জানার উপায় থাকে না।

কিন্তু রাশিয়ার তৈরি টিকার এই তৃতীয় ধাপের পরীক্ষা শুরুই হয়নি। তার আগেই টিকা তৈরি বলে ঘোষণা করে দিয়েছে সরকার। তাই বিজ্ঞানীদের অনেকেই বলছেন, এখনই শিশু ও প্রবীণদের উপর এই টিকা প্রয়োগের পরামর্শ দিচ্ছেন না রুশ চিকিৎসক-বিজ্ঞানীরাই। আবার আন্তর্জাতিক প্রথা অনুযায়ী কোনও টিকা আবিষ্কারের প্রতিটি ধাপের ফলাফল বিশ্বের বিজ্ঞানী মহল ও সাধারণ মানুষ যাতে জানতে পারেন, তার জন্য কোনও মাধ্যমে তা প্রকাশ করতে হয়। কিন্তু স্পুটনিক-ভি-র ক্ষেত্রে সেই সব ফলাফল জনসমক্ষেই আনা হয়নি। ফলে টিকার কার্যকারিতা নিয়ে প্রশ্ন থেকেই যায়।

চিকিৎসা বিজ্ঞানীদের একাংশ আবার রাশিয়ার এই টিকার বিপদ সম্পর্কেও সতর্ক করেছেন। তাঁদের বক্তব্য, এতে করোনা আক্রান্তের পরিস্থিতি আরও জটিল ও গুরুতর হতে পারে। রাশিয়ার ভেক্টর ইনস্টিটিউটের সংক্রামক ব্যাধি বিভাগের প্রাক্তন প্রধান ও বিশিষ্ট ভাইরোলজিস্ট আলেকজান্ডার চেপুরনভ বলেন, ‘‘ভুল টিকা দিলে কিছু রোগ আরও বেড়ে যেতে পারে। কোভিড-১৯-সহ অন্যান্য কিছু রোগের ক্ষেত্রে জানা গিয়েছে যে, কিছু অ্যান্টিবডির উপস্থিতিতে সংক্রমণ আরও বেড়ে যেতে পারে। ফলে স্পুটনিক ভি কী ধরনের অ্যান্টিবডি তৈরি করছে, সেটা জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Coronavirus Coronavirus Vaccine COVID-19 Russia
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE