Advertisement
০৬ মে ২০২৪
Russia

Russia-Ukraine War: মেলেনি রফাসূত্র, দ্বিতীয় বৈঠকের সম্ভাবনা, রাশিয়ার হামলায় মৃত্যু ১১ সাধারণ নাগরিকের

ক্রেমলিনের পাঠানো প্রতিনিধি দলের প্রধান ভ্লাদিমির মেদিনস্কি গোমেলের বৈঠক শেষে বলেছেন, ‘‘আমরা আলোচনা এগিয়ে নিয়ে যেতে সম্মত হয়েছি।’’ সূত্রের খবর, পরবর্তী বৈঠক বসতে পারে পোল্যান্ড-বেলারুশ সীমান্তের কোনও শহরে। প্রথম দফার বৈঠকে নিঃশর্তে ইউক্রেনের মাটি থেকে রাশিয়ার সেনা প্রত্যাহারের দাবি জানিয়েছেন কিভের প্রতিনিধি।

ফাইল ছবি।

সংবাদ সংস্থা
কিভ শেষ আপডেট: ০১ মার্চ ২০২২ ০০:১১
Share: Save:

যুদ্ধ পরিস্থিতির মধ্যেই মস্কো ও কিভের মধ্যে বেলারুশে প্রথম বৈঠক হল। কিন্তু সেই বৈঠকে মিলল না কোনও রফাসূত্র। তবে আশার কথা, দুই পক্ষই দ্বিতীয় বার মুখোমুখি বসতে আগ্রহ দেখিয়েছে। ফলে দ্বিতীয় বৈঠকের সম্ভাবনা উজ্জ্বল। তারই মধ্যে খবর পাওয়া গেল, ইউক্রেনের খারকিভে রাশিয়ার বাহিনীর রকেট হামলায় মৃত্যু হয়েছে অন্তত ১১ জন সাধারণ নাগরিকের। এই নিয়ে রাশিয়ার হামলায় শতাধিক সাধারণ নাগরিকের মৃত্যু হল।

সোমবার, রুশ আগ্রাসনের পঞ্চম দিনে, বেলারুশের গোমেল শহরে মুখোমুখি আলোচনায় বসে বিবদমান দুই দেশ রাশিয়া ও ইউক্রেন। আলোচনা যখন চলছে, ঠিক তখনই খবর পাওয়া যায়, ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলোদিমির জেলেনস্কি দেশকে ইউরোপীয় ইউনিয়নের সদস্য করার ব্যাপারে লিখিত আবেদন জানিয়েছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে।
ক্রেমলিনের পাঠানো প্রতিনিধি দলের প্রধান ভ্লাদিমির মেদিনস্কি গোমেলের বৈঠক শেষে বলেছেন, ‘‘আমরা আলোচনা এগিয়ে নিয়ে যেতে সম্মত হয়েছি।’’ সূত্রের খবর, পরবর্তী বৈঠক বসতে পারে পোল্যান্ড-বেলারুশ সীমান্তের কোনও শহরে। বৈঠকে নিঃশর্তে ইউক্রেনের মাটি থেকে রাশিয়ার সেনা প্রত্যাহারের দাবি জানিয়েছেন কিভের প্রতিনিধি।

তবে কবে দ্বিতীয় দফার বৈঠক বসবে তা এখনও স্থির হয়নি। দুই দেশের প্রতিনিধিরাই মস্কো ও কিভে ফিরে তা স্থির করবেন। আলোচনা শুরু হলেও হিংসার বিরাম নেই ইউক্রেনে। সংবাদ সংস্থা এএফপি জানিয়েছে, ইউক্রেনের খারকিভে রাশিয়ার রকেট হামলায় অন্তত ১১ জন সাধারণ নাগরিকের মৃত্যু হয়েছে। এর আগে ইউক্রেনের মন্ত্রী অ্যান্টন হেরাশেঙ্কো জানিয়েছিলেন, সোমবার সকালে রাশিয়ার রকেট হামলায় বহু সাধারণ মানুষের মৃত্যু হয়েছে। আহতের সংখ্যা শতাধিক। রাষ্ট্রপুঞ্জের মানবাধিকার সংক্রান্ত শাখার প্রধান জানিয়েছেন, রাশিয়ার আগ্রাসনের পঞ্চম দিন পর্যন্ত সব মিলিয়ে ১০২ জন সাধারণ ইউক্রেনবাসীর মৃত্যু হয়েছে। আহত তিন শতাধিক।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Russia Ukraine Russia Ukraine War Belarus
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE