Advertisement
২৫ এপ্রিল ২০২৪
Russia-Ukraine War

‘যুদ্ধাপরাধীর বিরুদ্ধে ঠিক পদক্ষেপ’, পুতিনের নামে গ্রেফতারি পরোয়ানাকে স্বাগত বাইডেনের

ঘটনাচক্রে, আমেরিকা বা রাশিয়া কোনও দেশই আন্তর্জাতিক ফৌজদারি আদালত (আইসিসি)-এর সদস্য নয়। রাশিয়া ইতিমধ্যেই পুতিনের বিরুদ্ধে ওই পরোয়ানাকে ‘গুরুত্বহীন’ বলেছে।

Russia-Ukraine War: Joe Biden says, war crime charges against Vladimir Putin justified

ভ্লাদিমির পুতিন এবং জো বাইডেন। ফাইল চিত্র।

সংবাদ সংস্থা
ওয়াশিংটন শেষ আপডেট: ১৮ মার্চ ২০২৩ ০৯:২৪
Share: Save:

যুদ্ধাপরাধের দায়ে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির সিদ্ধান্তকে সমর্থন করলেন জো বাইডেন। শনিবার আমেরিকার প্রেসিডেন্ট বলেন, ‘‘আন্তর্জাতিক ফৌজদারি আদালত (আইসিসি) যুদ্ধাপরাধের মোকাবিলায় সঠিক এবং দৃঢ় পদক্ষেপ করেছে। কোনও সন্দেহ নেই ইউক্রেনে যুদ্ধাপরাধের ঘটনায় পুতিনের ভূমিকা রয়েছে।’’

পুতিনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করার সিদ্ধান্ত ঘোষণা করে শুক্রবার দ্য হেগের আইসিসি বলেছিল, ‘‘যুদ্ধ পরিস্থিতিতে ইউক্রেনের অধিকৃত অঞ্চল থেকে শিশুদের জোর করে তুলে নিয়ে গিয়েছে রুশ সেনা। এ বিষয়ে যথেষ্ট তথ্যপ্রমাণ রয়েছে।’’ একই অভিযোগে রুশ শিশু অধিকার দফতরের চেয়ারপার্সন লভোভা বেলোভার বিরুদ্ধেও গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আইসিসি।

ঘটনাচক্রে, আমেরিকা বা রাশিয়া কোনও দেশই আইসিসির সদস্য নয়। সে কথা জানিয়ে মস্কোর দাবি, পরোয়ানার কোনও গুরুত্ব তাদের কাছে নেই। রুশ বিদেশ দফতরের মুখপাত্র মারিয়া জ়াখারোভা শুক্রবার বলেন, ‘‘রাশিয়া এই আদালতের বিচারের আওতায় পড়ে না। তাই এই আদালত কী বলল, তা নিয়ে আমাদের কোনও মাথাব্যথা নেই।’’ প্রত্যাশিত ভাবেই পুতিনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানার নির্দেশকে স্বাগত জানিয়েছে ইউক্রেন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE